লন্ডন: ২০০২ থেকে ২০২২। এই পর্বে রিয়াল মাদ্রিদ জার্সি গায়ে চাপিয়েছেন একাধিক তারকা ফুটবলার। সান্তিয়াগো বার্নাব্যুতে বহু মুহূর্তের সাক্ষী জিনেদিন জিদান, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। এবার সেই ড্রেসিং-রুমের লকার নিজের ড্রইং-রুমে রাখার সুযোগ থাকছে রিয়াল অনুরাগীদের সামনে। সম্প্রতি নতুন করে সাজানো হয়েছে সান্তিয়াগো বার্নাব্যুকে। বদলে ফেলা হয়েছে আগের যাবতীয় সরঞ্জাম। এবার ড্রেসিং-রুমে ব্যবহৃত ২৪টি লকার নিলামে তুলল মাদ্রিদের ক্লাবটি। লন্ডনের এক সংস্থা ১২ নভেম্বর এই নিলাম প্রক্রিয়া শুরু করে। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। একটি লকারের ন্যূনতম দাম ধার্য করা হয়েছে ১০ হাজার ইউরো। এরপর দু’সপ্তাহ ধরে চলা নিলামে সবচেয়ে বেশি বিড করা ব্যক্তির হাতে উঠবে লকারগুলি। শুধু তাই নয়, সঙ্গে দেওয়া হবে ক্লাবের পক্ষ থেকে একটি শংসাপত্র।
এই প্রসঙ্গে বিড সংস্থার অন্যতম কর্তা জর্জ নর্থ জানান, ‘এই প্রথম কোনও ক্লাবের ড্রেসিং-রুমে সব লকার নিলামে তোলা হচ্ছে। এগুলোর সঙ্গে একাধিক স্মৃতি জড়িয়ে। আমি নিশ্চিত, ফুটবল অনুরাগীরা এই সুযোগ হাতছাড়া করতে চাইবেন না।’ উল্লেখ্য, সংগৃহীত অর্থের একটি অংশ রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনে দান করা হবে।