কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায় ... বিশদ
বিজেপি সূত্রে জানা গিয়েছে, দলের উদ্যোগে এদিন বীরভূম সাংগঠনিক জেলায় প্রায় ২০০টি শিবির হয়। সিউড়ির চৈতালি সিনেমা হল মোড়ে সদস্য সংগ্রহের চেষ্টা করেন দলের নেতারা। এলাকার বাসিন্দাদের দাবি, এদিন সকাল থেকেই বিজেপির এই শিবিরে হাতে গোনা দলীয় কর্মী সেখানে উপস্থিত ছিলেন। দুপুর ২টো নাগাদ শিবিরে আসেন দলের রাজ্য নেতা প্রাক্তন সাংসদ সুভাষ সরকার। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহাও। চৈতালি মোড়ে কয়েকজন সাধারণ মানুষকে সদস্য হওয়ার জন্য অনুরোধ করেন তাঁরা। কয়েকজন সাধারণ মানুষ ও এলাকার দোকানদাররা বিজেপি নেতাদের আবেদনে ‘না’ বলে এড়িয়ে চলে যান। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় কয়েকজনকে ‘ধরেবেঁধে’ সদস্য করেন বিজেপি নেতারা। যদিও এদিন প্রায় আড়াইশো নতুন সদস্য সংগ্রহ হয়েছে গেরুয়া শিবিরের দাবি।
সদস্য হতে অনীহা প্রসঙ্গে সুভাষবাবু বলেন, যারা সদস্য হতে মানা করলেন তাঁরা বলেছেন ইতিমধ্যেই সদস্য হয়ে আছেন। তাই তাঁরা আবার কীভাবে সদস্য হবেন? ওরা বাদ দিয়ে আরও কয়েকজন নতুন সদস্য হলেন। তাছাড়া বীরভূম জেলায় দ্রুতগতিতে সদস্য সংগ্রহ কর্মসূচি চলছে। প্রতিদিন গড়ে সাত-আট হাজার মানুষ নতুন সদস্য হচ্ছেন। শুধু একদিনে সিউড়ির এই ক্যাম্পে প্রায় আড়াইশো জন নতুন সদস্য হয়েছেন। যেখানে যে পরিমাণ ভোট আমরা পেয়েছি তার চেয়ে বেশি সদস্যও হবে। এটা আমাদের লক্ষ্য।
বিজেপি নেতাদের দাবি, বীরভূম সাংগঠনিক জেলায় প্রায় আড়াই থেকে তিন লক্ষ নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, প্রায় ১ লক্ষ ৭০হাজার মানুষ নতুন সদস্য ইতিমধ্যেই হয়েছেন। যদিও বিজেপির সদস্য সংগ্রহ অভিযান নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, ভোটে সব জায়গায় গো-হারা হেরে এখন অস্তিত্ব রক্ষার জন্য লোকদেখানো সদস্য সংগ্রহ অভিযান করছে বিজেপি। সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, বিজেপির এসব লোকদেখানো কর্মসূচিকে মানুষ গুরুত্ব দিচ্ছে না। সিউড়িতে শিবিরে বিজেপির কর্মীদেরই দেখা যায়নি। সাধারণ মানুষ কোথা থেকে আসবে? উপনির্বাচনে মানুষ ওদের ফের জবাব দিয়ে দিয়েছে।
যদিও উপনির্বাচনে বিজেপির ফের পরাজয় প্রসঙ্গে সুভাষবাবু বলেন, সারা পশ্চিমবঙ্গে একটা ট্রেন্ড আছে, শাসকদলের পক্ষে যাওয়া। কারণ মানুষ ভেবেছে এই ভোটে তো সরকারের পরিবর্তন হবে না। তৃণমূল মানুষের মনে ভয় তৈরি করে রেখেছে।