সংবাদদাতা, রামপুরহাট: বেহাল রাস্তার ধুলো উড়ে এসে জমছে সর্বত্র। জমিতে কয়েক ইঞ্চি পুরু ধুলো। রাস্তায় গোড়ালি সমান। এতটাই ধুলো উড়ছে যে কয়েক হাত দূরের কিছু দেখা যাচ্ছে না। খাবার ও পানীয় জলের পাত্রে জমছে ধুলোর আস্তরণ। বাড়ছে শ্বাসকষ্ট। ক্ষতি হচ্ছে ফসলের। অভিযোগ, ধুলো, দূষণ থেকে মুক্তি পেতে এলাকাবাসী বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও নির্বিকার থেকেছে তারা। প্রতিবাদে সোমবার সকাল থেকে নলহাটির বহড়া গ্রামের কাছে পাথর শিল্পাঞ্চল যাওয়ার রাস্তা অবরোধ করে রাখলেন এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, দূষণ নিয়ন্ত্রণে রাস্তা সারাইয়ের পাশাপাশি নিয়মিত জল দেওয়া হোক। এদিকে অবরোধের জেরে রাস্তার দু’দিকে প্রচুর পাথর বোঝাই ও ফাঁকা লরি দাঁড়িয়ে পড়ে। দুর্ভোগের শিকার হন পথচারীরা। নলহাটি পাথর শিল্পাঞ্চলে এক হাজারেরও বেশি পাথর ভাঙার কল। নিত্যদিন তিন-চার হাজার লরি এই শিল্পাঞ্চলে যাতায়াত করে। একদিকে পাথর ভাঙা মেশিনের ধুলো, অন্যদিকে বেহাল রাস্তায় পাথর বোঝাই লরি চলাচলের ফলে সর্বক্ষণ ধুলোয় ঢেকে থাকছে গোটা এলাকা। এতে বায়ূ দূষনের পাশাপাশি কয়েক হাজার বিঘা কৃষিজমিতে জমেছে ধুলোর আস্তরণ। ফলে অনাবাদী হয়ে পড়ছে বহু জমি। কিছু জমিতে ধান হলেও সেই ধান বাজার নির্ধারিত কম মূল্যে বিক্রি করতে হচ্ছে। বহুবার মালিকপক্ষ রাস্তায় জল ছিটানোর আশ্বাস দিলেও তাঁরা কথা রাখেননি। প্রতিবাদে এদিন সকাল থেকে বহড়া মোড়ে পথ অবরোধ করেন আমলাই, বহড়া, বাহাদুরপুর, মধুপুর ও হরিওকা গ্রামের মানুষ। আন্দোলনকারী বাক্কার শেখ, মহবুল শেখ, সুমিত শেখরা বলেন, ধুলোর জেরে আমরা একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। প্রতিটি পরিবারে শিশু থেকে বয়স্ক সকলেই প্রায় অসুস্থ। জমিতে ধুলো জমে ফসলের ক্ষতি হচ্ছে। আমরা খাব কী! আমাদের দাবি, রাস্তা ভালো করা হোক, স্কুল টাইমে পাথরের লরি চলাচল বন্ধ রাখতে হবে। এদিন পুলিস এসেও অবরোধ তুলতে পারেনি।
বেহাল রাস্তা প্রসঙ্গে পাথর ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের অন্যতম কর্তা আনন্দ যাদব বলেন, প্রত্যেকদিন এক কোটি টাকারও বেশি সরকারকে রাজস্ব দিচ্ছি। কিন্তু রাস্তা সংস্কারে এক টাকাও বরাদ্দ করা হয় না। অ্যাসোসিয়েশন থেকে মাঝেমধ্যে রাস্তা সংস্কার করি।
এব্যাপারে নলহাটি ১ ব্লকের বিডিও এবং বিএলএলআরওকে একাধিকবার ফোন করা হলেও তাঁরা কল রিসিভ করেননি। তবে রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পান্ডে বলেন, এটা দীর্ঘদিনের সমস্যা। গতবছরও একই দাবি উঠেছিল। আমরা মালিকপক্ষকে নিয়মিত রাস্তায় জল দেওয়ার জন্য বলছি। সেই সঙ্গে পিডব্লুডি’র অধীনে থাকা রাস্তাটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলব।