কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায় ... বিশদ
দিল্লি পুলিসের এক অফিসার বলেন, জাল নথি তৈরির অভিযোগে সাইবার ক্যাফের ওই মালিককে গ্রেপ্তার করা হয়েছে। শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পূর্ব) রাকেশ সিং বলেন, সাইবার ক্যাফের ওই মালিকের বিরুদ্ধে দিল্লি পুলিসের কাছে অভিযোগ রয়েছে। অভিযুক্তকে ধরতে যোগাযোগ করেছিল দিল্লি পুলিস। তারা ভক্তিনগর থানার সহযোগিতায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
কয়েকদিন আগে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে জেরা করে শিলিগুড়িতে জাল নথি প্রস্তুত চক্রের খোঁজ পায় দিল্লি পুলিস। তারা ধৃত বাংলাদেশিকে সঙ্গে নিয়ে এখানে হানা দেয়। পুলিস সূত্রের খবর, গত সপ্তাহে দিল্লির ইন্দিরাগান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরের এয়ারপোর্ট থানার হাতে ধরা পড়ে এক বাংলাদেশি। যার নাম খোকন বড়ুয়া। ধৃতের কাছ থেকে জাল সচিত্র ভোটার কার্ড উদ্ধার হয়। ধৃতকে জেরা করেই মেলে শিলিগুড়ির যোগসূত্র। ধৃতের কাছ থেকে উদ্ধার মোবাইল ফোনেও মেলে শিলিগুড়ির একটি ফোন নম্বর। সেই সূত্রে তদন্তে নেমেই হদিশ মেলে জয়ন্তর সাইবার ক্যাফের। ভক্তিনগরের এক্তিয়াশালে সেই ক্যাফেতে অভিযান চালিয়ে জয়ন্তকে গ্রেপ্তার করা হয়। ক্যাফে থেকে কম্পিউটারের হার্ডডিক্স সহ বিভিন্ন নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
সোমবার ধৃতকে শিলিগুড়ির এসিজেএম আদালতে তোলা হয়। আদালত সূত্রের খবর, ধৃতকে চারদিনের ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে গেছে সেই রাজ্যের পুলিস।
উল্লেখ্য, ভারতীয় নাগরিকত্বের জাল নথি নিয়ে অনুপ্রবেশের অভিযোগে গুজরাত পুলিসের এটিএস কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল। যারা কট্টরপন্থি জঙ্গি সংগঠন আলকায়েদার সদস্য। সেই জালনথি তৈরি চক্র এবং জঙ্গি সংগঠনের কাছে অর্থ জোগানের খোঁজে কয়েকদিন আগেই শিলিগুড়ির উপকণ্ঠে ফুলবাড়ি ও হলদিবাড়িতে অভিযান চালায় এনআইএ। এর আগেই নেপাল সীমান্তের খড়িবাড়িতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে আর একটি জালিয়াতি চক্রের হদিশ পেয়েছিল দার্জিলিং জেলা পুলিস। শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকায় পরপর এধরনের ঘটনা ঘটনায় বিভিন্ন মহল উদ্বিগ্ন। শিলিগুড়ি পুলিস অবশ্য জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে। নিজস্ব চিত্র।