কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায় ... বিশদ
ব্লক প্রশাসন জানিয়েছে, সাংসদ তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা বরাদ্দে মহারাজপুরে জাতীয় সড়কের ধারে যাত্রী প্রতীক্ষালয় তৈরি হচ্ছে। সেই কাজ প্রায় শেষের পথে। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে ঠিকাদার সংস্থা। একাধিকবার জানানোর পরেও সংস্থা কর্ণপাত করেনি। স্থানীয় বাসিন্দা পরেশ বসাক বলেন, সাংসদ তহবিল থেকে মহারাজপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রী প্রতীক্ষালয়ের কাজ হচ্ছিল। সেই কাজের মান নিয়ে প্রশ্ন রয়েছে। অতি নিম্নমানের সামগ্রী দিয়ে ঠিকাদার সংস্থা কাজ করছিল। এমনিতেই টাইলস খসে পড়ছিল। রাতের অন্ধকারে কারা ভাঙচুর করেছে তা আমাদের জানা নেই। বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ঠিকাদার সংস্থার পক্ষে অমল প্রামাণিক বলেন, স্থানীয় কিছু লোক তোলা চেয়েছিল। আমি টাকা দিতে অস্বীকার করি। যদি কাজ নিম্নমানের হয় তবে দেখার জন্য ব্লক প্রশাসন রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে। প্রতীক্ষালয়ে ভাঙচুর চালিয়েছে। বিষয়টি ব্লক প্রশাসনকে জানিয়েছি। গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল বলেন, ওই যাত্রী প্রতীক্ষালয়ের কাজ শেষের দিকে। নিম্নমানের কাজের অভিযোগ কেউ করলে তদন্ত করে দেখব। কিন্তু রাতের অন্ধকারে ভাঙচুর করা অপরাধ। এনিয়ে থানায় অভিযোগ করা হবে।