কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায় ... বিশদ
সমস্যার সমাধান করতে সোমবার বিকেলে হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা জেলাশাসক বিজিন কৃষ্ণর সঙ্গে দেখা করতে গেলেও কোনও রাস্তা বের হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে জানতে জেলাশাসককে একাধিকবার ফোন ও মেসেজ করলেও উত্তর দেননি তিনি।
হিলি শুল্ক দপ্তরের সুপারিন্টেন্ডেন্ট রঞ্জিত বিশ্বাস বলেন, হিলি ট্রাক টার্মিনাসে পণ্যবাহী লরি পার হওয়ার আগে স্লট বুকিংয়ের কাগজ দেখাতে হয়। নাহলে গাড়ি যেতে দেওয়া হয় না। রবিবার থেকে পেঁয়াজ ও আলুর গাড়ির স্লট বুকিং বন্ধ হওয়ার কারণে রপ্তানি বন্ধ। বিষয়টি রাজ্য সরকার দেখছে। এবিষয়ে আমরা কিছু বলতে পারব না।
হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি রাজেশ আগরওয়ালের কথায়, রাজ্য সরকার দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তাতে আমাদের কোনও অসুবিধা নেই। তবে আমরা যে পেঁয়াজ, আলু বাংলাদেশে রপ্তানি করছি, সেসব আনা হচ্ছে অন্য রাজ্য থেকে। আমাদের না জানিয়ে হঠাত্ এভাবে রপ্তানি বন্ধ করে দেওয়ার জন্য প্রচুর গাড়ি আটকে রয়েছে। পেঁয়াজ ও আলু পচতে শুরু করেছে। সেই গাড়িগুলি ছেড়ে দিলে কোনও সমস্যা হবে না। জেলাশাসকের সঙ্গে দেখা করেছি। তিনি আশ্বাস দিয়েছেন রিপোর্ট তৈরি করে রাজ্যে পাঠাবেন।
বাংলাদেশে পণ্য রপ্তানির বিষয়টি কেন্দ্র দেখলেও ট্রাক টার্মিনাসগুলি রাজ্যের হাতে। রাজ্য সরকার কয়েক বছর আগে সুবিধা পোর্টাল চালু করেছিল। তাতে বাংলাদেশে পণ্য নিয়ে যেতে স্লট বুকিং করতে ছয় থেকে ১০ হাজার টাকা দিতে হয়। তবেই টার্মিনাস থেকে গাড়ি বের করতে দেওয়া হয়। রবিবার সকালে হঠাত্ সুবিধা পোর্টালে পেঁয়াজ, আলুর জন্য স্লট বুকিং বন্ধ করে দেওয়া হয়। তাতেই ব্যবসায়ীরদের মাথায় হাত। কোনও নির্দেশিকা জারি না করে এমন সিদ্ধান্তে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ ভিনরাজ্য থেকে আসা প্রচুর পণ্যবাহী লরি আটকে রয়েছে হিলিতে। এই সমস্যার সমাধান কবে হবে, তা নিয়েও ব্যবসায়ীরা অন্ধকারে।
স্লট বুকিংয়ের দায়িত্বে থাকা ডিএসপি সঞ্জীব বিশ্বাস বলেন, সুবিধা পোর্টালে পেঁয়াজ ও আলুর স্লট বুকিং বন্ধ রয়েছে। রাজ্যের তরফে কবে খোলা হবে সেবিষয়ে আমাদের কিছু জানা নেই। দাঁড়িয়ে রয়েছে ট্রাক। - নিজস্ব চিত্র।