কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায় ... বিশদ
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালের আর্থ সামাজিক পরিস্থিতির উপর প্রাথমিকভাবে ঘর প্রাপকদের তালিকা তৈরি হয়। ২০২২ সালে সেই তালিকা আবার যাচাই করা হয়। তারপরে একটি চূড়ান্ত তালিকা তৈরি হয়। এবারে সেই তালিকা আবার পুনরায় যাচাই করছে সরকার। ২০২২ সালের চূড়ান্ত তালিকা দেখে বাড়ি বাড়ি ঘুরছে সরকারি দল। উপভোক্তাদের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখছেন তাঁরা। উপভোক্তা জীবিত নাকি মৃত, তাও যাচাই করা হচ্ছে। তাঁদের পরিবারে কেউ সরকারি চাকরি পেয়েছেন কি না তারও খোঁজ নিচ্ছেন সার্ভে টিমের সদস্যরা। সম্প্রতি আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে কি না তাও নিজ চোখে দেখে নিচ্ছেন তাঁরা। তারপরে সেই পরিবারের বাড়ির ছবি তোলা হচ্ছে। সরাসরি মোবাইল অ্যাপে সেটা আপলোড করে দেওয়া হচ্ছে। একজন সরকারি কর্মচারীর সঙ্গে আরও এক বা দু’জন চুক্তিভিত্তিক কর্মচারী নিয়ে সার্ভের দল তৈরি করা হয়েছে। ৫০ হাজার বাড়ি তাঁরা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে পরিদর্শন শেষ করবেন। নিজস্ব চিত্র।