কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায় ... বিশদ
সূত্রের খবর, ৪৫ পাতার রিপোর্টে রত্ন ভাণ্ডারের দেওয়াল এবং মেঝের পুঙ্খানুপুঙ্খ অবস্থা তুলে ধরা হয়েছে। অরবিন্দ পাধি বলেন, মেরামতি নিয়ে পরিকল্পনা রিপোর্ট এএএসআইকে জমা দিতে বলেছি। সেই রিপোর্ট হাতে পেলে মন্দিরের ম্যানেজমেন্ট আলোচনা করবে। মেরামতির কাজ চলার সময় যাতে দর্শন ও অন্যান্য ধর্মীয় প্রথায় ব্যাঘাত না ঘটে, সেই বিষয়টি দেখতে অনুরোধ করা হয়েছে। রত্ন ভাণ্ডারের স্বাস্থ্য পরীক্ষা করতে লেজার স্ক্যানিং প্রযুক্তি, গ্রাউন্ড র্যাডার সার্ভের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। পাধি জানিয়েছেন, মেরামতির পর নির্দিষ্ট পদ্ধতি মেনে রত্নরাজিকে আবার রত্নভাণ্ডারে ফিরিয়ে আনা হবে।