কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায় ... বিশদ
সূত্রের খবর, জাতীয় স্বাস্থ্য মিশন পরিচালনায় রয়েছে দ্য মিশন স্টিয়ারিং গ্রুপ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীই এতে নেতৃত্ব দেন। এই গ্রুপ নতুন নামকরণে নাকি অনুমোদনও দিয়েছে। সোমবার রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম অবশ্য জানান, এই বিষয়ে এখনও কোনও সরকারি চিঠি তিনি পাননি।
প্রসঙ্গত, মনমোহন সিংয়ের জমানায়, ২০০৫ সালে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন (এনআরএইচএম) চালু হয়। ২০১৩ সালে সেই নামটি পাল্টে রাখা হয় জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)—তাতে জুড়ে যায় জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন আর জাতীয় শহর স্বাস্থ্য মিশন। অতঃপর, রোগী কল্যাণ সমিতি, জননী সুরক্ষা যোজনা, আশা, রাস্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রম, মা ও শিশুর স্বাস্থ্যসহ অনেকগুলি জনমুখী কর্মসূচি এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়।