কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায় ... বিশদ
টাস্ক ফোর্সের সদস্য কমল দে সোমবার জানান, কলকাতার পাইকারি বাজারে এদিন আলুর দাম কেজিতে ১ টাকা কমে ২৮ টাকা হয়েছে। আজ, মঙ্গলবার দাম আরও কিছুটা কমবে বলে তাঁরা আশা করছেন। খুচরো বাজারে এর প্রভাব পড়বে। খুচরো বাজারে জ্যোতি আলুর দাম কেজিতে অন্তত ৩১-৩২ টাকায় নামানোর উপর জোর দিয়েছে প্রশাসন। অনেক বাজারে সোমবারও ৩৫ টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি হয়েছে।
আলু ব্যবসায়ীদের দাবি, পাইকারি থেকে খুচরো বাজার হয়ে সাধারণ ক্রেতার কাছে আলু পৌঁছনোর মধ্যে দাম বেশি বাড়ছে। খুচরো বাজারে একাধিক হাত ঘুরে আলু বিক্রি হয়। এতে প্রতি স্তরে দাম বাড়ে। এখন হিমঘরে ৮ লক্ষ টনের বেশি আলু আছে। সেগুলি আগামী একমাসে রাজ্যে ব্যবহার হওয়া সম্ভব নয়। ডিসেম্বর থেকে বাজারে ঢুকবে উত্তরপ্রদেশের নতুন আলু। তখন হিমঘরের আলুর চাহিদা তেমন থাকবে না।