Bartaman Patrika
রাজ্য
 

মমতার বৈঠকের পর উঠল অনশন, অভয়াকে ‘সামনে রেখে’ ডাক্তারদের দাবিজুড়ে শুধুই কমিটি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৪৫ মিনিটের বৈঠক চলল টানা ২ ঘণ্টা ১১ মিনিট। নির্ধারিত কর্মসূচি পিছলেন। ধৈর্য ধরে জুনিয়র ডাক্তারদের প্রতিটি দাবি শুনলেন বারবার। সমাধানসূত্রও দিলেন। আইন এবং প্রশাসনের জটিলতার জন্য যে সব দাবি মেনে নেওয়া সম্ভব নয়, অকপটে স্পষ্ট করে দিলেন সেগুলিও। কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য ছিল একটাই—জুনিয়র ডাক্তারদের অনশন থেকে ফিরিয়ে তাঁদের হাত ধরেই সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় সুস্থ ও সামাজিক পরিবেশ সুনিশ্চিত করা। লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে গোটা রাজ্য দেখল সেই আলোচনা। বৈঠক শেষ হওয়ার ঘণ্টা তিনেক পর অনশন তুলে নিলেন আন্দোলনকারী ডাক্তাররা। কিন্তু এর মধ্যেও জানিয়ে রাখলেন, তাঁদের নাকি নবান্ন সভাঘরে রীতিমতো থ্রেট করা হয়েছে। তাই অনশন তুললেও আন্দোলন বন্ধ হবে না।
সোমবার প্রত্যেকের নজরই ছিল নবান্নের বৈঠকের দিকে। অভয়ার বিচার—সাধারণ মানুষ তো এটাই চেয়ে এসেছে। দাবি তুলেছে, প্রত্যেক দোষীর যেন শাস্তি হয়। কিন্তু এদিনের বৈঠকে বিচারই চলে গেল পিছনের সারিতে। গুরুত্ব পেল নানাবিধ ‘কমিটি’ গঠন এবং তাতে জুনিয়র ডাক্তারদের অন্তর্ভুক্তি। ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক প্রতিনিধিই প্রায় এই এক দাবি তুললেন। জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ আগেই দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে রাজ্যে কিন্তু ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন হয়ে গিয়েছে। কিন্তু তার বাইরেও পাঁচ রকমের কমিটি তৈরি এবং প্রত্যেকটিতে ডাক্তারদের প্রতিনিধিদের উপস্থিতির দাবি তুলেছেন আন্দোলনকারীরা। তবে সবটাই অভয়াকে ‘সামনে রেখে’। পরে সাংবাদিক সম্মেলনেও তাঁরা দাবি করেছেন, অভয়ার মতো ঘটনা যাতে আর না হয়, সেই জন্যই কমিটি এবং টাস্ক ফোর্সে তাঁদের বেশি সংখ্যক সদস্যের অন্তর্ভুক্তি দরকার। মুখ্যমন্ত্রী অবশ্য কমিটি গঠনে সামঞ্জস্য রাখার ক্ষেত্রেই বেশি জোর দিয়েছেন। টাস্ক ফোর্সে রাজ্যের পাঁচ আধিকারিক সহ একজন মহিলা পড়ুয়া ডাক্তার, দু’জন করে রেসিডেন্ট ডাক্তার এবং জুনিয়র ডাক্তারকে রাখার দাবিও মেনে নেন। তার পাশাপাশি জুনিয়র ডাক্তারদের প্রত্যেকটি পরামর্শ গুরুত্ব দিয়ে বিবেচনা করার নির্দেশও দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থকে।
দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগের তথ্য হিসেবে এক দিস্তা কাগজপত্র নিয়ে গিয়েছিলেন আন্দোলনকারী ডাক্তাররা। সেই নথি মুখ্যমন্ত্রী জমা নিয়েছেন। কিন্তু পাশাপাশি এটাও বুঝিয়ে দিয়েছেন, স্বাস্থ্য সচিবের মতো একজন অফিসারের বিরুদ্ধে প্রমাণ ছাড়া তাঁকে ‘অভিযুক্ত’ বলে দেগে দেওয়া যায় না। আলোচনায় একে একে উঠে এসেছে থ্রেট কালচার প্রসঙ্গ এবং আর জি করে ৫৯ জনকে সাসপেন্ড করার ঘটনাও। নিরপেক্ষ অবস্থান নিয়ে মমতা তাঁদের জানিয়েছেন, বিচারাধীন বিষয়। কিন্তু প্রশাসনিক প্রধান হিসেবে প্রত্যেকের বক্তব্যই শুনতে হবে তাঁকে। তারপরও যদিও কমিটি গঠন নিয়ে বারবার একই কথা একাধিক প্রতিনিধি বলতে থাকেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে মুখ্যমন্ত্রী কিছুটা চড়া সুরেই বলেন, ‘একটা কলেজে কতগুলো কমিটি হবে?’ 
সবকিছু ছাপিয়ে অবশ্য মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য-শিক্ষায় সুস্থ পরিবেশ গড়ে তোলাকেই। ১৪ আগস্ট আর জি করে ভাঙচুরের প্রসঙ্গ টেনে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি কিঞ্জল নন্দ এ ব্যাপারে বক্তব্য রাখলে সঙ্গে সঙ্গেই তাঁকে সমর্থন করেন মমতা। বলেন, ‘আমি একমত। চিকিৎসা ব্যবস্থায় সুস্থ ও সামাজিক পরিবেশ গড়ে তুলতে হবে। থ্রেট কালচারে ইতি টানতে হবে। কেউ কাউকে থ্রেট করবে না। আমরা চাই গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক।’ পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘পরীক্ষা যেন ঠিকঠাক হয়। না হলে ডাক্তারি পাশ করার পর কেউ কেউ তো পেট কাটতে গিয়ে গলা কেটে ফেলবে।’ তারপরই তিনি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব দেন মুখ্যসচিবকে। বলেন, ‘দু’-তিন বছরের খাতা কোনও কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে দেখালে অনেক কিছু বেরিয়ে আসবে। তবে আমরাই সে কাজ সঠিক পদ্ধতি মেনে করব, যাতে কারও প্রতি অবিচার না হয়।’

পুরী থেকে সাগরদ্বীপের মধ্যে যে কোনও জায়গায় আছড়ে পড়বে ‘ডানা’

বঙ্গোপসাগরের তীব্র ঘূর্ণিঝড় ‘ডানা’ ওড়িশার পুরী থেকে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী কোনও জায়গায় উপকূলে আছড়ে পড়বে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সোমবার এই কথা জানিয়েছে। আগামী বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ঘূর্ণিঝড়ের  কেন্দ্রস্থল (আই) স্থলভাগে ঢুকে পড়ার (ল্যান্ডফল) প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিশদ

বাম আমলে পুলিসি হেফাজতে স্বামীকে পিটিয়ে খুন! ‘জাস্টিস’ নিয়ে এই সিপিএমই সেদিন চুপ ছিল কেন?

এলাকায় সিপিএমের দাদাগিরির বিরুদ্ধে লড়াই চালাতে গিয়ে একাধিকবার আক্রান্ত হন ট্যাংরার প্রতিবাদী যুবক বাপি কর্মকার। পরে এলাকায় গণ্ডগোলের অজুহাতে ২০০১ সালে সিপিএমের ইন্ধনে তাঁকে পুলিস গ্রেপ্তার করে। বিশদ

আবাস যোজনা: অ্যাপ বিভ্রাটে ব্যাহত কাজ, প্রথম দিনে যাচাই হল মাত্র ২০ হাজার বাড়ির তথ্য

সোমবার থেকে আবাস যোজনার উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এদিন সকাল থেকেই চরম বিভ্রাটের মধ্যে পড়েন আধিকারিকরা। কারণ যে অ্যাপের মাধ্যমে এই সমীক্ষা বা তথ্য যাচাইয়ের কাজ করার কথা ছিল সেটি বারে বারে সমস্যা তৈরি করছিল। বিশদ

অন্য অভিযুক্তদের সঙ্গে মিলে টাকা আত্মসাৎ করেছেন আশিস, আর জি কর দুর্নীতি মামলা আদালতে দাবি সিবিআইয়ের

আর জি কর দুর্নীতি মামলায় অভিযুক্ত ডাক্তার আশিস পান্ডে অন্য অভিযুক্তদের সঙ্গে হাত মিলিয়ে সরকারি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ আনল সিবিআই। এরফলে সরকারের বিপুল পরিমাণ টাকা লোকসান হয়েছে। বিশদ

জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ মমতার চিঠি মোদিকে, হস্তক্ষেপের দাবি

জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন তিনি। সেই চিঠিতে সাধারণ মানুষের অসুবিধার কথা তুলে ধরে অবিলম্বে কেন্দ্রের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বিশদ

রাজভবনে ‘বন্দি’ গণপিটুনি রোধ ও অপরাজিতা বিল, রাজ্যপালের দ্রুত পদক্ষেপ চায় সরকার

ধর্ষণে কড়া শাস্তির আইন আনতে গত ৩ সেপ্টেম্বর বিধানসভায় পাস হয়েছে রাজ্য সরকারের আনা ‘অপরাজিতা বিল’। কিন্তু দেড় মাস অতিক্রান্ত হলেও গুরুত্বপূর্ণ বিলটির ভবিষ্যৎ এখনও অজানা! বিধানসভায় পাস হওয়ার পর রাজভবনে গিয়েছে বিলটি। বিশদ

জলঙ্গী রক্ষার দাবিতে আজ শুরু ‘কায়াক অভিযান’

নদী রক্ষা এবং জল সংরক্ষণের প্রয়োজনীয়তার বার্তা দিতে আজ, মঙ্গলবার শুরু হচ্ছে কায়াক অভিযান। জলঙ্গী নদী বাঁচানোর বার্তা দিয়ে নদীয়ার পলাশীপাড়া থেকে কৃষ্ণনগর পর্যন্ত জলঙ্গীর জলপথ কায়াকে (হাটে টানা নৌকা বিশেষ) অতিক্রম করবেন পরিবেশপ্রেমীরা। বিশদ

সংসদের নির্দেশ সত্ত্বেও অধিকাংশ স্কুলেই শুরু হল না অনলাইন ক্লাস

উচ্চশিক্ষা সংসদের নির্দেশিকা সত্ত্বেও কলকাতা তথা গোটা রাজ্যে অনলাইন ক্লাস করানোর ক্ষেত্রে বেশিরভাগ স্কুলই উদ্যোগ নিল না। সোমবার থেকে ৩০ অক্টোবর পর্যন্ত একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারের ছাত্রছাত্রীদের জন্য এই বিশেষ ক্লাসের নির্দেশ দিয়েছিল সংসদ। বিশদ

পুর নিয়োগ দুর্নীতি: রানাঘাট ও হালিশহর পুরসভাকে চিঠি দিয়ে তথ্য চাইল সিবিআই

পুরনিয়োগ দুর্নীতি মামলায় কিছু তথ্য চেয়ে হালিশহর ও রানাঘাট পুরসভাকে চিঠি দিল সিবিআই। পুজোর ছুটির পর সোমবার মেল চেক করতে গিয়ে বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। জানা গিয়েছে, গত শনিবার সিবিআইয়ের তরফে মেল মারফৎ ওই চিঠি পাঠানো হয়। বিশদ

অভিষেকের চোখে ফের অস্ত্রোপচার

চিকিৎসার জন্য এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখে অস্ত্রোপচার হয়েছে তাঁর। সোমবার রাতে নিজের চোখের বর্তমান অবস্থার একটি ছবি পোস্ট করেছিন তিনি। বিশদ

রাজ্যে উপ নির্বাচনের জন্য ৮৯ কোম্পানি আধাসেনা

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করেছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই ধারার সঙ্গে সাযুজ্য রেখে রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে মোট ৮৯ কোম্পানি আধাসেনা নিয়োগ করতে চলেছে কমিশন। বিশদ

বর্ধমান মেডিক্যালে সিপিএম জমানার হাড়হিম অভিজ্ঞতা, ‘কোন রোগী বেড পাবেন আর মাটিতে কে থাকবেন, তাও ঠিক করে দিত ওরা’
 

‘বর্ধমান মেডিক্যাল কলেজে ’৮৫ সাল থেকে কীভাবে কলেজ লাইফের দিনগুলি কেটেছে, মনে করলে আজও শিউরে উঠি। ওঁরা আজ বলছেন থ্রেট কালচারের কথা? নিজেরাই তো ছিলেন থ্রেটের প্রতিমূর্তি! হঠাৎ মনে হল, দু’ঘা মেরে চলে যেত নেতারা। বিশদ

সেপ্টেম্বরে বিএসকে থেকে সবচেয়ে বেশি আয় রাজ্যের

গত সেপ্টেম্বরে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্যের সর্বাধিক রাজস্ব আদায় হয়েছে। ওই মাসে ৩৮ কোটির বেশি টাকা জমা পড়েছে কোষাগারে। তার মধ্যে বিদ্যুৎ বিল বাবদ জমা হয়েছে সবচেয়ে বেশি টাকা। বিশদ

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই আমরণ অনশন প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের

আজ নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় ২ ঘণ্টার বৈঠকের পরই আমরণ অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন জুনিয়র চিকিৎসকরা। এমনকী আগামী কাল, মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটের পথে তাঁরা হাঁটছেন না বলেও জানিয়ে দিয়েছেন।
বিশদ

21st  October, 2024

Pages: 12345

একনজরে
সিতাইয়ের আদাবাড়ি থেকেই রাজনীতির সূচনা জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার। এই গ্রাম পঞ্চায়েত থেকেই প্রধান হন তিনি। পরবর্তীতে ২০১৩ সালে সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি হন জগদীশ। সেই ...

পাঁচ মাসের কম ব্যবধানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসরে ফের একবার মুখোমুখি হচ্ছে গতবারের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। গত ১ জুন ইউরোপ সেরার ...

প্রথম দিন প্রচারে নেমেই বাজিমাত করলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। কখনও খোশ মেজাজে কচিকাঁচাদের সঙ্গে খেললেন ফুটবল, আবার কখনও মন্দির ও মাজারে গিয়ে জয়ের জন্য প্রার্থনাও করলেন। তবে এদিন ঢাক, ঢোল, ব্যান্ড পার্টি নিয়ে প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া পেলেন তৃণমূল ...

জঙ্গি হানায় রক্তাক্ত জম্মু ও কাশ্মীর। গান্ধেরবালের সোনমার্গে রবিবারের হামলার নিন্দায় সরব সারা দেশ। এরইমধ্যে সোমবার ঘটনাস্থলে পৌঁছলেন জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র আধিকারিকরা। সেখানে তাঁরা ফরেন্সিক পরীক্ষা করেছেন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক তোতলামি সচেতনতা দিবস
১৪৯৪: ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার দ্বিতীয় আবিষ্কার অভিযান শুরু করেন
১৫৯৯: লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তোলার পরিকল্পনা শুরু হয়
১৭৬০: নবাব মীর জাফর আলী খান পদচ্যুত হয়
১৭৬৪: বাংলা ও বিহারে নবাবী আমলের অবসান হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়
১৭৭৪: কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়
১৮৩৩: নিউইয়র্কে বিখ্যাত মেট্রোপলিটন অপেরা হাউস উদ্ধোধন করা হয়
১৮৬২: আব্রাহাম লিংকন ক্রীতদাস মুক্তির ঘোষণায় স্বাক্ষর করেন
১৯২২: খ্যাতনামা হোমিওপ্যাথিক ও হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রতাপচন্দ্র মজুমদারের মৃত্যু
১৯৩৪: প্রথম বারের মতো ফটোগ্রাফ রেকর্ডিং চালু হয়
১৯৩৭: কিংবদন্তী অভিনেতা, চিত্রনাট্য এবং সংলাপ রচয়িতা তথা পরিচালক কাদের খানের জন্ম
১৯৫১:  বাঙালি পদার্থবিদ, বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ ও কল্পবিজ্ঞানের জনপ্রিয় লেখক অনীশ দেবের জন্ম
১৯৫৪: কবি জীবনানন্দ দাশের মৃত্যু
১৯৫৭: অভিনেত্রী কিটু গিদোয়ানির জন্ম
১৯৬৪: রাজনীতিবিদ তথা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্ম
১৯৬৫: ভারতের কলকাতা মহানগরীতে প্রথম ইণ্ডেন কোম্পানির 'এলপিজি' (রান্নার গ্যাসের) সংযোগ দেওয়া হয়
১৯৮৮: অভিনেত্রী পরিণীতি চোপড়ার জন্ম
২০০২: যাযাবর ছদ্মনামে সুপরিচিত বিশিষ্ট বাঙালি সাহিত্যিক বিনয় মুখোপাধ্যায়ের মৃত্যু 
২০০৮: চিত্রশিল্পী পরিতোষ সেনের মৃত্যু
২০০৮: চন্দ্রায়ন-১-এর সূচনা



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.২৩ টাকা ৮৪.৯৭ টাকা
পাউন্ড ১০৭.৮৭ টাকা ১১১.৬৫ টাকা
ইউরো ৮৯.৬৮ টাকা ৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৮,৩০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৮,৭০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৪,৮০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৭,৭৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৭,৮৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ কার্তিক, ১৪৩১, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪। ষষ্ঠী ৪৯/৩৫ রাত্রি ১/৩০। মৃগশিরা নক্ষত্র ০/২৮ প্রাতঃ ৫/৫১ পরে আর্দ্রা নক্ষত্র ৫৯/৫৮ শেষরাত্রি ৫/৩৯। সূর্যোদয় ৫/৩৯/৫০, সূর্যাস্ত ৫/২/৩০। অমৃতযোগ প্রাতঃ ৬/২৫ মধ্যে পুনঃ ৭/১১ গতে ১০/৫৮ মধ্যে। রাত্রি ৭/৩৫ গতে ৮/২৪ মধ্যে পুনঃ ৯/১৫ গতে ১১/৪৭ মধ্যে পুনঃ ১/২৮ গতে ৩/৯ মধ্যে পুনঃ ৪/৫০ গতে উদয়াবধি। ৭/৫ গতে ৮/৩০ মধ্যে পুনঃ ১২/৪৭ গতে ২/১২ মধ্যে। কালরাত্রি ৬/৩৮ গতে ৮/১২ মধ্যে। 
৫ কার্তিক, ১৪৩১, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪। পঞ্চমী দিবা ৭/৩৪। মৃগশিরা নক্ষত্র দিবা ১১/৩৬। সূর্যোদয় ৫/৪১, সূর্যাস্ত ৫/৩। অমৃতযোগ দিবা ৬/৩৭ মধ্যে ও ৭/২১ গতে ১০/৫৯ মধ্যে এবং রাত্রি ৭/২৬ গতে ৮/১৮ মধ্যে ও ৯/১০ গতে ১১/৪৭ মধ্যে ও ১/৩২ গতে ৩/১৬ মধ্যে ও ৫/১ গতে ৫/৪১ মধ্যে। বারবেলা ৭/৬ গতে ৮/৩১ মধ্যে ও ১২/৪৭ গতে ২/১৩ মধ্যে। কালরাত্রি ৬/৩৮ গতে ৮/১৩ মধ্যে। 
১৮ রবিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বাঁকুড়ার বিষ্ণুপুরের চূড়ামণিপুরে ৬০ নম্বর জাতীয় সড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, জখম ২৫

03:56:17 PM

মালদহের ইংলিশবাজারে বোমা ফেটে জখম এক শিশু
বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম এক শিশু। আজ, ...বিশদ

03:53:26 PM

কেরলের ওয়েনাড়ে যাওয়ার জন্য দিল্লি বিমানবন্দরে পৌঁছলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা

03:52:00 PM

পূর্ব লাদাখ সীমান্ত নিয়ে ভারতের প্রস্তাবে সায় চীনের
অবশেষে পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনা ও অচলাবস্থা কাটতে চলেছে। প্রকৃত ...বিশদ

03:46:31 PM

তসলিমা নাসরিনের ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

03:46:26 PM

ওয়াকফ বিল: যৌথ সংসদীয় কমিটির বৈঠকে হট্টগোল, হাতে আঘাত পেলেন তৃণমূল সাংসদ কল্যাণ
ওয়াকফ বিল নিয়ে তুমুল হট্টগোল যৌথ সংসদীয় কমিটির বৈঠকে। অশান্তিতে ...বিশদ

03:46:00 PM