পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
এই ঘটনার কথা উল্লেখ করে তিনি অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে পুলিস প্রশাসনকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন। রেলের যে সমস্ত জমিতে বস্তি রয়েছে, সেখানেও নজর রাখার নির্দেশ দিয়েছেন মমতা। শীতে আগুন পোহানোর সময় মানুষকে আরও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। প্রসঙ্গত, নিউ আলিপুরের এই আগুনের ঘটনায় একাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে যায় দমকলের ১৬টি ইঞ্জিন। সেই সময় দুর্গাপুর ব্রিজে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছিল।