পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
আগামী ২৮ জানুয়ারি সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ওইদিন বিকেল ৪টে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলার উদ্বোধন করবেনল চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রথমবার বইমেলার ফোকাল থিম কান্ট্রি হচ্ছে জার্মানি। অভিনব থিম তৈরি করছে তারা। এবারের বইমেলায় ম্যাসকট রূপে দেখা যাবে সরস্বতীর বাহনকে। বইমেলার মধ্যে পড়েছে সরস্বতীপুজোও। তাই নতুন প্রজন্মের বই প্রেমীদের ভিড় আরও বাড়বে বলে আশা করছে গিল্ড।
গিল্ড অফিসের সামনে থেকে প্রতিবারই বইমেলার ম্যাপ বিলি করা হয়। গতবার থেকে চালু করা হয়েছিল একটি কিউআর কোড। সেটা স্ক্যান করলেই পাওয়া যাচ্ছিল ডিজিট্যাল ম্যাপ। বহু মানুষ, সেই ডিজিট্যাল ম্যাপ ব্যবহার করেছেন। তবে, ম্যানুয়াল কাগজের ম্যাপও বিলি করা হয়েছিল। এবার মোবাইল অ্যাপের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে এবং সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, আমরা এবার বইমেলার অ্যাপ নিয়ে আসছি। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি তৈরি করছে। খুব শীঘ্রই প্লে স্টোরে সেটা চলে আসবে। গুগল লোকেশন অনুযায়ী, এই অ্যাপের মাধ্যমে যে কোনও স্টলে যাওয়া যাবে।
বইমেলায় প্রায়ই নেটওয়ার্কের সমস্যা দেখা দেয়। তাই এবার নেটওয়ার্ক উন্নত করার উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। গতবারের মতো এবারও প্রতিটি গেটে কিউআর কোড লাগানো থাকবে। সেখানে স্ক্যান করে বইমেলার ম্যাপ এবং অংশগ্রহণকারী সমস্ত স্টলের হদিশ মিলবে।