পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
এরপর নিজের সংবাদপত্র। সেখানেও একই ভাবে তাঁর কলম প্রতিবাদী। আজকে যে বর্তমান-কে দেখি তা অনেক বেশি স্মার্ট, আধুনিক, সংবাদ পরিবেশনের ভাষা ও স্টাইল একেবারেই অন্যরকম। ভালো লাগে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা, নতুন নতুন দৃষ্টিভঙ্গিকে স্থান দেওয়া এটি বেশ গুরুত্বপূর্ণ। তাই বুঝি ‘বর্তমান’ সবসময়ের জন্য বর্তমান! কাগজের শৈশব অবস্থায় বরুণবাবু আমাদের সাহায্য পেয়েছিলেন। আমাদের প্রেসে তাঁর শিক্ষানবিশ সাংবাদিকরা অনেক কিছু শিখেছেন। ছাপার ব্যাপারেও বর্তমানকে কিছু কিছু সময়ে সাহায্য করা হয়েছিল। যাইহোক সে কথা, কাগজটির বয়স যে চল্লিশ বছর হয়ে গেল বাঙালি হিসেবে আনন্দিত। কত মানুষ এর সঙ্গে জড়িত তাদের সুখ-দুঃখের অনেক কথা জড়িয়ে আছে এর সঙ্গে ভাবলেই আনন্দ হয়।