বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

সিসি ছাড়া ‘রেডি ফ্ল্যাট’ কেনার ঋণ নয়, মিলবে না ব্যবসার লাইসেন্সও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৈরি বাড়ি বা ‘রেডি টু মুভ’ ফ্ল্যাটের ক্ষেত্রে কমপ্লিশন সার্টিফিকেট (সিসি) কিংবা অকুপেন্সি সার্টিফিকেট (ওসি) না দেখে ব্যাঙ্ক বা কোনও আর্থিক প্রতিষ্ঠান ঋণ অনুমোদন করতে পারবে না। গত বছর ১৭ ডিসেম্বর বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলার পরিপ্রেক্ষিতে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, সিসি ছাড়া ফ্ল্যাটে বসবাস করা যাবে না। সংশ্লিষ্ট ঠিকানায় জল, বিদ্যুৎ, নিকাশি সংযোগ, এমনকী ব্যবসার জন্য লাইসেন্সও দেওয়া যাবে না বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায়ের ভিত্তিতে এবার পদক্ষেপ শুরু করে দিল কলকাতা পুরসভা। শুক্রবার সাংবাদিক বৈঠকে এই নির্দেশের কথা উল্লেখ করে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘সর্বোচ্চ আদালতের রায় মোতাবেক আমরা পদক্ষেপ নেব। বেআইনি নির্মাণ রুখতে পুরসভা ইতিমধ্যে অনেক কঠোর হয়েছে। আদালতের এই নির্দেশগুলি যাতে জোরালোভাবে কার্যকর করা যায়, এবার সেই ব্যবস্থা করা হবে।’ 
ওয়াকিবহাল মহলের মতে, চালু নিয়ম অনুযায়ী সিসি না দেখে পুরসভা জল, নিকাশির স্থায়ী সংযোগ দেয় না। বিদ্যুৎ সংযোগও দেওয়ার কথা নয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, বাড়ি বা ফ্ল্যাট নির্মাণের সময় অস্থায়ীভাবে যে জল, নিকাশি কিংবা বিদ্যুতের সংযোগ নেওয়া হয়, কাজ শেষের পরেও বহু ক্ষেত্রে সেই সংযোগগুলিই থেকে যায়, যা পুরোপুরি বেআইনি। আবার অনেক সময় দোতলা কিংবা তিনতলা বাড়ির অনুমোদন নেওয়ার পর অবৈধভাবে বাড়তি তল (ফ্লোর) নির্মাণ করা হয়। সিসির আবেদন করা হয়েছে, এই দোহাই দিয়ে প্রোমোটাররা সেই ফ্ল্যাট বিক্রিও করে দেন। পুরনো অনুমোদনের পরিপ্রেক্ষিতে সেই ঠিকানায় জল, নিকাশি, বিদ্যুতের কানেকশনও মিলে যায়, যা সংশ্লিষ্ট নির্মাণের বেআইনি অংশের ফ্ল্যাটের বাসিন্দারাও না জেনেশুনে ভোগ করেন। তাঁরা মনে করেন, পরে সিসি পাওয়া যাবে। কিন্তু আদপে সেই নির্মাণ বেআইনি হওয়ায় ফ্ল্যাটের সিসি মেলে না। পরে অভিযোগ উঠলে কারচুপি সামনে আসে। আবার বিল্ডিংয়ের আইনি অংশের অনুমোদন ও সিসি দেখিয়ে বেআইনি অংশের ফ্ল্যাটের জন্যও গৃহঋণ পাওয়া যায়। এক্ষেত্রেও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানকে বলা হয়, বাকিগুলির সিসির জন্য আবেদন জানানো হয়েছে। 
এই ধরনের আইনি ফোঁকফোকর ঢেকে দিতে দেশের সর্বোচ্চ আদালতের এই রায় গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। গত বছর কলকাতার গার্ডেনরিচে নির্মীয়মাণ একটি বেআইনি বহুতল ভেঙে ১৩ জনের মৃত্যু হয়। তারপর কলকাতা হাইকোর্টেও অবৈধ নির্মাণ নিয়ে একাধিক মামলা হয়। সেখানেও বেআইনি নির্মাণস্থলে জল, নিকাশি, বিদ্যুতের সংযোগ পাওয়া কিংবা লাইসেন্স নিয়ে ব্যবসা চালানোর মতো একাধিক ঘটনা দেখে তাজ্জব হয়েছিলেন বিচারপতি। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টে বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলা হয়, যা পরে সুপ্রিম কোর্টে গড়ায়। সেই মামলাতেই সর্বোচ্চ আদালতের এই রায়। কলকাতার পুরসভার আধিকারিকরা জানাচ্ছেন, এবার এই রায়ের জোরে বেআইনি নির্মাণে প্রয়োজনে জল, নিকাশির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া সহজ হবে।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা