বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

তথ্য জানার আইনও ধামাচাপা? ‘সত্য’ থমকে যাচ্ছে ওটিপির গেরোয়, ক্ষুব্ধ বিরোধীরা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবার কি টার্গেট তথ্য জানার অধিকার আইন? রাইট টু ইনফর্মেশন বা আরটিআই এই প্রক্রিয়াকেও কি ধামাচাপা দিতে চাইছে মোদি সরকার? আবেদন করেও সঠিক তথ্য পাওয়া যায় না কিংবা মাসের পর মাস অপেক্ষা করেও সরকারের থেকে জবাব মেলে না—এই অভিযোগ দীর্ঘদিনের। এবার নতুন বছরের শুরুতেই উদ্ভব হয়েছে নতুন সমস্যার। সমস্যার নাম ‘ওয়ান টাইম পাসওয়ার্ড’ বা ‘ওটিপি’। আরটিআই ওয়েবসাইটে কারও প্রশ্নের প্রেক্ষিতে সরকারের জবাব দেখার সময় এখন একটি ওটিপি পাঠানো হচ্ছে ইমেলে। ২ জানুয়ারি থেকে কার্যকর এই নতুন ব্যবস্থা। কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে, ওটিপি যথাযথভাবে দিলেও সরকারি জবাবের পৃষ্ঠা খুলছে না। কখনও বলা হচ্ছে ভুল ওটিপি। কখনও আবার অনেকক্ষণ ধরে ওয়েবসাইট পেজটি ‘হ্যাং’ হয়ে থাকছে। ফলে সময়সীমা চলে যাচ্ছে ওটিপির। অর্থাৎ আবার ওটিপি পাঠাতে হচ্ছে। তাতেও অবশ্য প্রযুক্তিগত সমস্যা মিটছে না। আর তাই আরটিআই আন্দোলনকারীরা তো বটেই, বিরোধীদেরও সন্দেহ—এই প্রযুক্তিগত ত্রুটি কি উদ্দেশ্যপ্রণোদিত? কারণ, এতে উৎসাহ কমে যাবে। আর সরকারকেও তথ্য দিতে হবে না। সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগে সরব তারা।
মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলের এক বৈপ্লবিক সিদ্ধান্ত ‘আরটিআই’ আইন। গণতান্ত্রিক পরিসরকে আরও উন্মুক্ত করার লক্ষ্যেই এই পদক্ষেপ। কিন্তু গত ১০ বছরে সেই খোলা দরজা ক্রমেই বন্ধ করে দেওয়ার প্রয়াস শুরু হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। ২০০৫ থেকে ২০২৪ সালের মধ্যে ৬৮ জন আরটিআই অ্যাক্টিভিস্টকে রহস্যজনকভাবে হত্যা করা হয়েছে। ছ’জন আত্মহত্যা করেছে কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই। এই আবহেই ২০২৫ সালে নয়া উদ্বেগ, ওটিপি ভায়া ইমেল। অবশ্য কেন্দ্রের বক্তব্য, প্রশ্নকর্তার ব্যক্তিগত সুরক্ষা এবং গোপনীয়তা বজায় রাখার লক্ষ্যেই এই নিশ্ছিদ্র ব্যবস্থা।
যদিও ২৪ ঘণ্টা পরও ওটিপি পাওয়া যায়নি এরকমও উদাহরণ হয়েছে। কংগ্রেস থেকে এনসিপি বিভিন্ন বিরোধী দলের প্রশ্ন, এরপর কি পঙ্গু করে দেওয়া হবে আরটিআইকে? কারণ সরকারি সূত্রে খবর, জাতীয় ইনফর্মেশন কমিশনে একঝাঁক পদ দীর্ঘদিন ধরে খালি। হাজার হাজার আবেদনের জবাব দেওয়া সম্ভব হচ্ছে না কর্মী ও অফিসারের অভাবে। এস রাজকুমার, মনোরঞ্জন রায়, শ্রীধর রাওদের মতো আরটিআই অ্যাক্টিভিস্টরা তোপ দেগেছেন যে, বিগত দেড়-দু’দশকে এরকম প্রতিবন্ধকতার শিকার কখনও হতে হয়নি। এমনকী সম্প্রতি এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে খোদ সুপ্রিম কোর্টও।
আগে তথ্য জানার অধিকার আইন (২০০৫) মোতাবেক নির্দিষ্ট ওয়েবসাইটটিতে আরটিআই আবেদন নম্বর এবং একটি কোড দিতে হতো। এই ব্যবস্থার সঙ্গেই যুক্ত করা হয়েছে ওটিপি। বিষয়টি নিয়ে দেশজুড়ে প্রবল শোরগোল শুরু হতেই তড়িঘড়ি বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (ডিওপিটি)। তাদের দাবি, কণ্ঠরোধ করার প্রশ্নই নেই। হয়তো বহু আবেদনকারী একই সময়ে অনলাইনে লগ ইন করছেন, সেই কারণে ওটিপি পৌঁছতে দেরি হচ্ছে! তারা আশ্বাস দিলেও সমাধান হচ্ছে না এখনও।  
13d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা