দেশ

ছাদ ফুটো, বৃষ্টিতে জলমগ্ন তাজমহল

আগ্রা: প্রবল বৃষ্টি। তার মধ্যেই ছাতা মাথায় দিয়ে তাজমহলে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। গত বুধবার এমন ছবিই নজরে পড়েছিল আগ্রায়। কিন্তু তারপর থেকে টানা বর্ষণের জেরে জল ঢুকতে শুরু করেছে মূল সমাধিস্থলে। শনিবার দেখা গিয়েছে তাজমহল চত্বরের নানা এলাকা জলমগ্ন। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মূল সমাধিস্থলে ছাদ ফুটো হয়ে জল ঢোকার কথা স্বীকার করে নিয়েছে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ (এএসআই)। এই খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পর্যটক মহল। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের রক্ষণাবেক্ষণে প্রশাসনিক গাফিলতির অভিযোগও উঠেছে।
টানা বৃষ্টির জেরে শহরের বহু রাস্তাই জলমগ্ন। যান চলাচলেও সমস্যার কথা জানা যাচ্ছে। বৃষ্টির জেরে শনিবার আগ্রার সব স্কুলে ছুটি ঘোষণা করেছে প্রশাসন। তবে তাজমহলের মূল সমাধিতে জল ঢুকে যাওয়ার ব্যাপারে দুশ্চিন্তার কিছু নেই বলে দাবি করেছেন এএসআই-এর আগ্রা শাখার প্রধান রাজকুমার প্যাটেল। তিনি বলেন, ‘লিকেজের ব্যাপারে আমরা জেনেছি। জল মূলত চুঁইয়ে ঢুকেছে। তবে এর ফলে সমাধির কোনও ক্ষতি হয়নি। ড্রোন ক্যামেরা দিয়ে ওই এলাকায় পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।’
স্থানীয় বাসিন্দা তথা সরকারি ট্যুর গাইড মণিকা শর্মা বলেন, তাজমহল শুধু আগ্রা নয়, গোটা দেশের ঐতিহ্য। এর সঙ্গে পর্যটন ব্যবসা তো বটেই তার পাশাপাশি বহু মানুষের অর্থ সংস্থান জড়িয়ে। কাজেই এর দিকে প্রশাসনের আরও বেশি নজর দেওয়া উচিত ছিল।’ তাঁর মতো আরও অনেকেই প্রশাসনের সদিচ্ছার ব্যাপারে প্রশ্ন তুলেছেন। বুধবার থেকে আগ্রায় বৃষ্টি শুরু হয়েছে। পরদিন, বৃহস্পতিবার বিকেলেই তাজমহলের নানা চত্বরে জল জমার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপরও কেন এএসআইয়ের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নানা মহলের অভিযোগ, এর নেপথ্যে কেন্দ্রীয় ওই সংস্থারই গাফিলতি রয়েছে। এএসআই কর্তৃপক্ষ অবশ্য সেকথা মানতে চায়নি।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যা শিক্ষা ও কাজকর্মে দিনটি শুভ। বন্ধুসঙ্গে বিপদ হতে পারে। অধ্যাপনায় অগ্রগতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৮৯ টাকা১১১.৮৫ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা