দেশ

বঙ্কিম সেতুতে ২ বাসের সংঘর্ষ, জখম দশ যাত্রী, কুলগাছিয়ায় গাড়ি উল্টে আহত আরও ৫

নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও সংবাদদাতা উলুবেড়িয়া: বুধবার দুপুরে হাওড়া স্টেশনের কাছে বঙ্কিম সেতুতে দু’টি বাসের সংঘর্ষে কমপক্ষে ১০ জন যাত্রী জখম হয়েছেন। আহতরা সকলেই বর্ধমানের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গেই চলে আসে পুলিস। বাস দু’টিকে আটক করার পাশাপাশি আহত যাত্রীদের হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেককেই ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বঙ্কিম সেতুতে আন্দুল-উল্টোডাঙা রুটের একটি মিনিবাস দাঁড়িয়েছিল। সেই সময় হাওড়া ময়দান-শিয়ালদহ রুটের একটি বেসরকারি বাস দ্রুতগতিতে এসে মিনিবাসের পিছনে ধাক্কা মারে। এই ঘটনায় মিনিবাসে থাকা যাত্রীরা বাসের ভিতরেই ছিটকে পড়েন। অল্পবিস্তর জখম হন ১০ জন যাত্রী। জানা গিয়েছে, আহতরা শালিমার স্টেশনে যাবেন বলে ওই বাসে উঠেছিলেন। শালিমার স্টেশন থেকে ট্রেন ধরে কেরলে যাওয়ার কথা ছিল তাঁদের। প্রত্যেকেই পরিযায়ী শ্রমিকের কাজ করেন। হাওড়া ট্রাফিক গার্ড ও গোলাবাড়ি থানার পুলিসকর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে আহতদের চোট গুরুতর নয়। বাস দু’টির পাশাপাশি চালক ও খালাসিদেরও আটক করেছে পুলিস।
এদিকে, এদিন সকালে কুলগাছিয়ায় ১৬ নং জাতীয় সড়কে একটি বেসরকারি গাড়ি উল্টে আহত হলেন ৫ জন। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি কলকাতার দিকে যাচ্ছিল। কুলগাছিয়ার কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের একটি খুঁটিতে ধাক্কা মারলে গাড়িটি উল্টে যায়। আহত হন ওই গাড়ির পাঁচ যাত্রী। পুলিস ও স্থানীয় বাসিন্দারা তাঁদের উলুবেড়িয়ায় শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। 
29d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা