দেশ

ধর্ম মানে খাদ্য নিয়ে বিধিনিষেধ নয়: ভাগবত

পুনে: ধর্ম মানে শুধু পুজো নয়। ধর্ম মানে শুধু খাদ্য বা স্পর্শ নিয়ে বিধিনিষেধ নয়। এমনটাই দাবি করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত। কিছুদিন আগেই হরিয়ানায় গোরক্ষকদের হাতে প্রাণ গিয়েছিল বাংলার বাসিন্দা সাবির মল্লিক। সাবিরের কাছে গোরুর মাংস রয়েছে, স্রেফ এই সন্দেহেই তাঁকে পিটিয়ে মারা হয়। হরিয়ানাতেই গোরক্ষকদের হাতে প্রাণ গিয়েছে ১৯ বছরের আরিয়ান মিশ্রের। সেই আবহে ভাগবতের মন্তব্য তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুনের একটি বইপ্রকাশ অনুষ্ঠানে গিয়ে ভাগবত দাবি করেন, কিছু মানুষ চাইছে না ভারতের উন্নতি হোক। তারা উন্নয়নের পথে বাধা তৈরি করে চলেছে। সোমবার তিনি দাবি করেন, এই নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। ছত্রপতি শিবাজি মহারাজের আমলেও এমন ঘটেছিল।  ধর্মের শক্তি দিয়েই এই বাধাকে প্রতিহত করতে হবে।  ধর্ম বলতে এখানে শুধু পুজোর কথা বলা হচ্ছে না। এটি একটি বিস্তৃত ধারণা। এর সঙ্গে সত্য, সহানুভূতি ও  উত্সর্গের মতো বিষয় জড়িয়ে রয়েছে। ভাগবতের দাবি, অতীতে বহুবার ভারত বাইরে থেকে আক্রমণের শিকার হয়েছে। কিন্তু এখন এই আক্রমণ বিভিন্নভাবে হচ্ছে। কখনও অর্থনৈতিকভাবে, কখনও আধ্যত্মিক, আবার কখনও রাজনৈতিকভাবে এই আক্রমণ চলছে। সরসঙ্ঘচালক বলেন, হিন্দু মানে শুধু কোনও নাম নয়। এর অর্থ যারা সব ধরণের বৈচিত্র্যকে একসঙ্গে গ্রহণ করতে পারে। নিজের বক্তব্যের সপক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর বইয়ের প্রসঙ্গও টেনেছেন ভাগবত। তিনি দাবি করেন, নেতাজি তাঁর বইয়ে লিখেছেন, হিন্দু ধর্মের জন্যই ভারত ঐক্যবদ্ধ ছিল।
28d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা