বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

মাটির নীচে বাঙ্কার থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার

সংবাদদাতা, কৃষ্ণনগর: কৃষ্ণগঞ্জের নাগাটার একটি বাগানের তিনটি বাঙ্কার থেকে কোটি টাকার বেশি নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করল বিএসএফ। শুক্রবার সন্ধ্যাতেও গোটা এলাকা বিএসএফ ঘিরে রেখে তদন্ত করছে। ২৬ জানুয়ারির আগে ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী নাঘাটার এই বাগান থেকে কোটি টাকার উপরে নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত হওয়ায় গোটা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। নদীয়ায় একসঙ্গে এত নিষিদ্ধ কাশির সিরাপ মাটির নীচ থেকে এই প্রথম পাওয়া গেল বলে জানা গিয়েছে।  এই ঘটনায় অবশ্য কেউ ধরা পড়েনি। জানা গিয়েছে, মাজদিয়া সুধীররঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের ৫০ মিটারের মধ্যে রয়েছে একটি বাগান। ২৬ জানুয়ারির আগে বিএসএফ ও পুলিস সীমান্তের বিভিন্ন স্থানে নজরদারি চালাচ্ছে। শুক্রবার বিকেলে বিএসএফ নজরদারি চালানোর মাঝে এই বাগানে চলে আসে। এই সময় মাটি খুঁড়তেই বাঙ্কার দেখতে পাই। মাটির নীচে সিমেন্ট দিয়ে পাকা ঘর বা বাঙ্কার দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। পরে বড় বড় সাদা বস্তা ও পিসবোর্ডের প্যাকেট মোড়া নিষিদ্ধ কাশির সিরাপ দেখা যায়। এই নিষিদ্ধ কাশির সিরাপের পরিমাণ কত তা অবশ্য এখনও জানা যায়নি। তবে পাঁচ গাড়ির বেশি নিষিদ্ধ কাশির সিরাপ রয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। গোটা এলাকায় বিএসএফ এখনও পর্যন্ত ৩টি এ রকম বাঙ্কারের সন্ধান পেয়েছে। বাঙ্কারের ওপরে লোহার গেট রয়েছে। একটি বাঙ্কার প্রায় ১০ ফুট চওড়া ও ১৫ ফুট লম্বা। উচ্চতাও প্রায় ৮ ফুট। তবে পরের বাঙ্কার দু’টি তুলনায় ছোট। এদিন ঘটনাস্থলে থাকা ৩২ ব্যাটেলিয়নের কম্যান্ড্যান্ট সুজিত কুমার বলেন, ‹এখনও পর্যন্ত যা  নিষিদ্ধ কাশির সিরাপ দেখেছি তা ৫ গাড়ি হবে। তবে আমরা গোটা এলাকা দেখছি। ‹ এ নিয়ে কৃষ্ণনগর পিডির ডিএসপি শিল্পী পাল বলেন, ওই এলাকা থেকে নিষিদ্ধ কাশির সিরাপ পাওয়া গিয়েছে কোটি টাকার উপরে। ওই নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের উদ্দেশ্যেই রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।  বিএসএফ করছে কাজটি। তবে পুলিসও আছে।
14d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা