বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

নবদ্বীপের বলদেব মন্দির, শুরু গুরুপূজা মহামহোৎসব

সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপে বলদেব মন্দিরে শুরু হল ৫৬তম গুরুপূজা মহামহোৎসব। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু কীর্তনীয়া এই উৎসবে অংশ  নেবেন। এই শহর চৈতন্যের লীলাভূমি। এখানে সারা বছরই কোনও না কোনও মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান হয়। তাঁর মধ্যে কীর্তন একটা অঙ্গ। বলদেব মন্দিরে যেসব কীর্তনীয়া আসেন তাঁরা চেষ্টা করেন তাঁদের কীর্তন যেন বিভিন্ন জায়গায় প্রচার পায়।
শুক্রবার শুভ অধিবাসের মধ্যে দিয়ে নবদ্বীপ গানতলা রোডের শ্রীশ্রীবলদেব জিউ মন্দিরে গুরুপূজা মহামহোৎসবের উদ্বোধন হয়। চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। বলদেব জিউর নাটমন্দিরে সাতদিন ব্যাপী অনুষ্ঠিত হবে স্বাধ্যায় যজ্ঞ বা মহাযজ্ঞ। এছাড়াও প্রার্থনা কীর্তন, গৌরলীলা, কৃষ্ণলীলা, রামলীলা, শ্রীপাঠ ও নাম সংকীর্তন অনুষ্ঠান। আগামী ১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় বর্ণাঢ্য মহানগর সংকীর্তন ও চৌষট্টি মহন্তের ভোগারাধনায় অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে এই মহামহোৎসব। বলদেব মন্দিরের প্রাণপুরুষ প্রভুপাদ জীবনকৃষ্ণ গোস্বামীর সহধর্মিনী আশাদেবী নিজে এই গুরুপূজা মহামহোৎসবের সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন। 
নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের মহাসচিব তথা আন্তর্জাতিক বলদেব সঙ্ঘের সম্পাদক প্রভুপাদ কিশোরকৃষ্ণ গোস্বামী বলেন, বলদেব মন্দিরে এই গুরুপূজা মহোৎসবে শুধু কীর্তন নয়, এখানে হয় গুরু ও শিষ্যের আধ্যাত্মিক চেতনার সম্পর্কের জাগরণ। বলদেব মন্দিরে এই সাতদিন ধরে পর্যায়ক্রমে রাধাগোবিন্দের প্রেমলীলা, মহাপ্রভুর মহাদানলীলা ও রামচন্দ্রের আত্মত্যাগ এসব ভাগবত পাঠের মধ্যে দিয়ে বিভিন্ন ভাবধারাকে তুলে ধরা হবে। এই উপলক্ষে আরও সামাজিক কাজকর্ম করা হয়।
আন্তর্জাতিক বলদেব সঙ্ঘের সভাপতি প্রভুপাদ রতনকৃষ্ণ গোস্বামী বলেন, শ্রীনাম সংকীর্তন সহ ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর আজ্ঞামালা গ্রহণ ও অধিবাসের মধ্যে দিয়ে উৎসবের শুরু হয়েছে। সুদূর আমেরিকা, কানাডা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই উৎসবে আসবেন। এমনকী বাইরের ভক্তরা মোবাইলের মাধ্যমে এই উৎসবের বিভিন্ন অনুষ্ঠান দেখেন।
নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের কার্যকরী সভাপতি সুদিনকুমার গোস্বামী বলেন, এই বাৎসরিক গুরুপূজা মহামহোৎসব নবদ্বীপবাসীর কাছে চৈতন্য ভাবনার জাগরণের এক নতুন মাত্রা নিয়েছে। চৈতন্য অনুরাগী ভক্তদের এই মাত্রাকে এগিয়ে নিয়ে চলেছেন বলদেব সঙ্ঘের দুই কর্ণধার রতনকৃষ্ণ গোস্বামী ও প্রভুপাদ কিশোরকৃষ্ণ গোস্বামী।
এই উৎসবের বিভিন্ন দিনে আসেন শিষ্য তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায়। এছাড়া নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা সহ বহু বিশিষ্টরা।
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বাক্য ও ব্যবহারের রুক্ষতায় শত্রু বৃদ্ধির যোগ। হাতের গুরুত্বপূর্ণ কাজগুলি তাড়াতাড়ি করে  ফেলতে চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.৭২ টাকা
পাউন্ড১০৬.৪৭ টাকা১১০.২১ টাকা
ইউরো৮৮.৭৮ টাকা৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা