বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

কল্মীজোড়ে ভাঙল বাড়ি, অল্পের জন্য রক্ষা

সংবাদদাতা, ঘাটাল: বাড়ির সদস্যরা শীতের রাতে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিলেন। সেসময়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির বাড়ি। অল্পের জন্য রক্ষা পেলেন দু’টি পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার মাঝরাতে দাসপুর থানার কল্মীজোড় গ্রামে ঘটনাটি ঘটেছে।
দীর্ঘদিনের পুরনো মাটির বাড়িতে অজয় পোড়িয়া ও বিকাশ পোড়িয়া পরিবার নিয়ে বাস করেন। ওই রাতেও পরিবারের সকলে যে যার ঘরে ঘুমোচ্ছিলেন। অজয়বাবু বলেন, মাঝরাতে হঠাৎই বাড়ির কয়েক জায়গায় শব্দ শুরু হয়। তখনই আমরা অনুমান করতে পারি, নিশ্চয় বাড়ির কোনও সমস্যা হ঩য়েছে। তারপরই চিৎকার করে সবাইকে বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য বলি। এক এক করে আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে আসি। তার কিছুক্ষণের মধ্যেই চোখের সামনে বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়। দুই ভাইয়ের পরিবার অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। তবে তাঁরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। অল্প সময়ের মধ্যে শুধু প্রাণটুকু নিয়ে তাড়াহুড়ো করে বেরোতে হয়েছে। তাই বাড়ি থেকে কোনও প্রয়োজনীয় জিনিসই তাঁরা বাইরে বের আনতে পারেননি।অজয়বাবু ও বিকাশবাবু দুই ভাই। বাংলা আবাস প্রকল্পে তাঁদের একজনের নাম রয়েছে। কিন্তু অপর ভাইয়ের নাম তালিকাভুক্ত নয়। বাড়ি ভেঙে যাওয়ার পর তাঁরা বর্তমানে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। শীতের দিনে এই পরিস্থিতিতে তাঁরা একপ্রকার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। তাঁরা সরকারি সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন বলেও জানা গিয়েছে।দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র বলেন, বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির সদস্যরা ওঁদের প্রতিবেশীদের বাড়িতে রয়েছেন। পঞ্চায়েত থেকে ওঁদের সাময়িক ত্রাণসামগ্রী দেওয়ার জন্য বলা হয়েছে।-নিজস্ব চিত্র
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বাক্য ও ব্যবহারের রুক্ষতায় শত্রু বৃদ্ধির যোগ। হাতের গুরুত্বপূর্ণ কাজগুলি তাড়াতাড়ি করে  ফেলতে চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.৭২ টাকা
পাউন্ড১০৬.৪৭ টাকা১১০.২১ টাকা
ইউরো৮৮.৭৮ টাকা৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা