বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

কাটোয়ায় বেহাল পুকুরপাড়ের ঢালাই রাস্তা

সংবাদদাতা, কাটোয়া: পাঁচ মাস আগে কাটোয়ার ১১ নম্বর ওয়ার্ডের বসন্তপল্লিতে পুকুরপাড়ের ঢালাই রাস্তা ভেঙে পড়েছিল। প্রবল বৃষ্টিতে সেই ভাঙা রাস্তা আরও ধসে গিয়েছে। এখন সেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিপজ্জনকভাবে বাসিন্দাদের যাতায়াত করতে হচ্ছে। পুরসভায় জানানো সত্ত্বেও রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। 
স্থানীয়রা জানান, রাস্তার বেশিরভাগ অংশ ভেঙে পুকুরে চলে গিয়েছে। নীচের মাটি ধসেই এমনটা ঘটেছে। পুকুরপাড়ের ওই ভাঙা রাস্তা দিয়েই বাসিন্দাদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। রাতের দিকে ওই রাস্তা দিয়ে যেতে অনেককেই ছোটোখাটো দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে। ওই রাস্তা ধরেই বসন্তপল্লি হয়ে বহু বাসিন্দারা যাতায়াত করেন। স্থানীয় বাসিন্দা  প্রবীর সরকার বলেন, রাস্তার এমন হাল হয়েছে রাতে কোনও রোগীকে নিয়ে যেতে হলেও বেগ পেতে হচ্ছে। পুকুরের ধারে রাস্তা যেভাবে ভেঙেছে তাতে সংস্কার না হলে বাকি অংশটুকুও ভেঙে যাবে। আর এক বাসিন্দা লোকনাথ দেবনাথ বলেন, ওয়ার্ড কমিটির লোকজন ওই রাস্তা ধরেই যাতায়াত করেন। তাঁরা কি দেখছেন না। পুরসভায় জানানো হয়েছিল। কিন্তু পুরসভা বলছে ফান্ডে এখন নাকি টাকা নেই। বসন্তপল্লির বাসিন্দা দীপক দাস বলেন, কাউন্সিলারের দেখা উচিত। ওয়ার্ডের বাসিন্দারা কেমন রয়েছেন। 
কয়েকজন বাসিন্দা বলেন, পুরসভা এখন হয়তো শীতঘুমে চলে গিয়েছে। তাই রাস্তা সংস্কারে গড়িমসি করছে। আমরা কি মাসের পর মাস এই ভাঙা রাস্তা ধরেই যাতায়াত করব! 
কাটোয়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুস্মিতা ঘোষ বলেন, আমি আগেই পুরসভাকে জানিয়েছি ভাঙা রাস্তা সংস্কারের জন্য। এবিষয়ে কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর সাহা বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।-নিজস্ব চিত্র
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বাক্য ও ব্যবহারের রুক্ষতায় শত্রু বৃদ্ধির যোগ। হাতের গুরুত্বপূর্ণ কাজগুলি তাড়াতাড়ি করে  ফেলতে চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.৭২ টাকা
পাউন্ড১০৬.৪৭ টাকা১১০.২১ টাকা
ইউরো৮৮.৭৮ টাকা৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা