দক্ষিণবঙ্গ

আবাসের ঘর পেতে ফর্ম জমা দেওয়ার হিড়িক রঘুনাথগঞ্জে

সংবাদদাতা, জঙ্গিপুর: আবাস যোজনার ঘর পেতে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক অফিসে ফর্ম জমা দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ব্লক অফিসে আশেপাশের অঞ্চলগুলো থেকে প্রায় সহস্রাধিক মানুষ হাজির হন। দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করে এদিন বিকেল পর্যন্ত ফর্ম জমা করেন আবেদনকারীরা। যোগ্য হওয়া সত্ত্বেও আবাস যোজনার তালিকায় তাঁদের নাম আসেনি বলে সকলের দাবি। অথচ অনেক অযোগ্যদেরও বাড়ি পাওয়ার তালিকায় নাম রয়েছে বলে তাঁদের অভিযোগ। আবেদন করলে বাড়ি পাওয়া যাবে এই আশায় তারা ফর্ম জমা করছেন। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলো ভুলভাল প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে বলে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ প্রসঙ্গে রঘুনাথগঞ্জ-২ ব্লকের বিডিও দেবোত্তম সরকার বলেন, মানুষের আবেদন করার অধিকার রয়েছে। কে বা কারা আবেদন করতে বলেছে তা জানি না। তবে সরকারি ভাবে কোনও ঘোষণা করা হয়নি। সেকেন্দ্রা ইমামনগরের ভাদুড়ি বেওয়া, কাশিয়াডাঙা দর্গাপাড়ার নাজেমা বিবি ও সাইদাপুর গ্রামের রেহেনা বিবিরা সকালেই ব্লক অফিসে এসেছেন। তাঁদের টিন ও টালির কাঁচা বাড়ি। চালা দিয়ে জল পড়ে বলে দাবি তাঁদের। আবাস যোজনায় বাড়ির তালিকায় তাঁদের নাম আসেনি। সরকারি লোক তাঁদের বাড়ি সার্ভে করেনি। অফিসে আবেদন করলে বাড়ি পাওয়া যাবে খবর পেয়ে তাঁরা এসেছেন। বাড়ি নিয়ে এলাকায় মাইকিং শুনে এসেছেন তাঁরা। কাশিয়াডাঙার নাজেমা বিবি বলেন, আমাদের টালির ঘর, চালা বেয়ে ঘরে জল পড়ে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা