দক্ষিণবঙ্গ

রাসপূর্ণিমা উপলক্ষ্যে সেজে উঠেছে নবদ্বীপের বিভিন্ন মণ্ডপ, মঠ-মন্দির 

সংবাদদাতা, নবদ্বীপ: আজ, শুক্রবার নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা। শহরের বিভিন্ন পুজো মণ্ডপ ও মঠ-মন্দির সেজে উঠেছে। গত কয়েকদিন ধরে প্রস্তুতি পর্বের চূড়ান্ত ব্যস্ততা ছিল। এবারও প্রতিমা নিয়ে শোভাযাত্রা ও কার্নিভাল হবে কিন্তু অতিরিক্ত বাজনা সহকারে নবমী পুজো করা যাবে না। কলকাতা হাইকোর্টের নির্দেশে বিগত বছরের মতো প্রতিটি বারোয়ারির তিন থেকে পাঁচজন সদস্য ঢাক, খোল, করতাল নিয়ে এসে  নবদ্বীপের গ্রাম্যদেবী পোড়ামার কাছে পুজো দিয়ে যেতে পারবেন। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৭০টির বেশি ক্লাব ও বারোয়ারির পুজোর উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। ইতিমধ্যেই বাইরে থেকে অসংখ্য দর্শনার্থী আসতে শুরু করেছেন এই শহরে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দেখা গিয়েছে শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় দূরদূরান্ত থেকে আসা বাদ্যযন্ত্র শিল্পীরদের। তাঁরা ঢাক, ঢোল, ডগর, ঢোল সানাই, ব্যাঞ্জো, তাসা বাজনা নিয়ে হাজির হয়েছেন। বিভিন্ন পুজো কমিটি শিল্পীদের ভাড়া করে নিয়ে যাচ্ছেন। মূলত রাস শুক্রবার হলেও বৃহস্পতিবার রাতে বেশ কিছু শ্যামাকালী পুজো হয়। রাস উপলক্ষ্যে অধিকাংশ  হোটেলেও তিন চারদিনের প্যাকেজ বুকিং হয়ে গিয়েছে। মঠ, মন্দির সহ হোটেলগুলির ঘর ফাঁকা নেই বললেই চলে। এদিকে নবদ্বীপ থেকে মায়াপুর ও স্বরূপগঞ্জের মধ্যে যন্ত্রচালিত নৌকার সংখ্যা বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে লঞ্চের সংখ্যাও। রাস উপলক্ষ্যে নবদ্বীপে বৈষ্ণব, শাক্ত ও শৈব মতে প্রায় সাড়ে তিনশোর বেশি দেবদেবীর পুজো হয়। মহাপ্রভু, রাধাকৃষ্ণের চক্ররাস, যুগলমিলন, পার্থসারথী, কৃষ্ণকালী, বামাকালী, রণকালী, ভুবনেশ্বরী, কমলেকামিনী, গণেশ জননী, মহিষমর্দিনী, ভারত মাতা। সুপ্রাচীন উল্লেখ্যযোগ্য প্রতিমাগুলির মধ্যে এলানিয়া কালী, তেঘড়িপাড়ার বড়শ্যামা, ব্যাদড়া পাড়া ও আমপুলিয়া পাড়ার শবশিবা, দণ্ডপাণিতলার মুক্তকেশী, চারিচারাবাজার ও হরিসভাপাড়ার ভদ্রকালী, গাড়ালপাড়া বিন্ধ্যবাসিনী, পোড়ামাতলার কাঁসারী কালী, জোড়া বাঘ গৌরাঙ্গিনী, আমড়াতলার মহিষমর্দিনী। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, বহিরাগত রাসযাত্রীদের থাকার জন্য শ্রীবাস অঙ্গন কালীবাড়ি ও শ্রীবাস অঙ্গন ঘাট সংলগ্ন পার্কে, এই দু’টি জায়গায় অস্থায়ীভাবে ২টি যাত্রী নিবাস তৈরি হয়েছে। নবদ্বীপের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গা যেমন, বড়ালঘাট, মালঞ্চপাড়া, বুড়োশিবতলা, বাস স্ট্যান্ড, স্টেশন, পোড়ামাতলা, যোগনাথতলা এবং মঙ্গলচণ্ডীতলায় মোট ৯টি স্বাস্থ্যশিবির করা হয়েছে। এছাড়া পুর এলাকার মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবক রয়েছেন।  নবদ্বীপধাম স্টেশনের ম্যানেজার বিধানচন্দ্র রায় বলেন, রাস পূর্ণিমা উপলক্ষ্যে যাত্রীদের ভিড় সামলাতে পূর্ব রেলের পক্ষ থেকে ব্যান্ডেল-কাটোয়া শাখায় এক জোড়া বাড়তি ট্রেন চালানো হবে। শুক্রবার ও শনিবার এই দু’ দিন ট্রেন চলবে। এছাড়া অতিরিক্ত দু’টি টিকিট কাউন্টার খোলা হয়েছে, মেডিক্যাল ক্যাম্প এবং স্বেচ্ছাসেবক ব্যবস্থা থাকছে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা