দক্ষিণবঙ্গ

রামপুরহাটে মেডিক্যাল পডুয়াদের নিরাপত্তায় হস্টেলে পুলিস ক্যাম্প

সংবাদদাতা, রামপুরহাট: আর জি কর-কাণ্ডের জের। রামপুরহাট মেডিক্যাল চত্বরের পর এবার সাত কিমি দূরের হস্টেলেও বসল পুলিস ক্যাম্প। অন্য হস্টেলের আবাসকিদের এখানে  বহিরাগত হিসেবে ধরা হবে। সেই সঙ্গে থ্রেট কালচার রুখতে হস্টেলের নবাগত আবাসিকদের সতর্ক করে দিয়েছেন অধ্যক্ষ। নতুন ব্যাচকে তিনি জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র কলেজের অফিসিয়াল বা ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপই সবক্ষেত্রে গুরুত্ব পাবে। অন্য কোনও গ্রুপে থেকে যদি কোনও নোংরা মন্তব্য বা নির্দেশ দেওয়া হয়, তাহলে সেটা থ্রেট বা কোনও অভিযোগ হিসেবে ধরা হবে না। এরজন্য কর্তৃপক্ষও কোনও দায়ি থাকবে না। কেউ অন্য গ্রুপে যুক্ত করলেও সেখান থেকে বেরিয়ে আসার দায়িত্ব সেই ছাত্র বা ছাত্রীর। পাশাপাশি, যেকোন অভাব অভিযোগ সরাসরি ডিন, সংশিষ্ট বিভাগের এইচওডি এবং অধ্যক্ষকে জানানোর জন্য বলা হয়েছে। 
আরজিকরে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর রা঩জ্যের প্রতিটি মেডিক্যালের পাশাপাশি রামপুরহাট মেডিক্যাল কলেজেরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। বসেছে স্থায়ী পুলিস ক্যাম্প। মেডিক্যালের সিকিউরিটি গার্ডদের পুলিসের পক্ষ থেকে প্রশিক্ষণ দিয়ে তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা হয়েছে। প্রায় চারশোর বেশি সিসি ক্যামেরার মাধ্যমে মেডিক্যালের একাডেমিক বিল্ডিং, ইন্টার্নদের হস্টেল, বিভিন্ন ওয়ার্ড ও সাত কিমি দূরের চকমণ্ডলা গ্রামে অবস্থিত হস্টেলে কড়া নজরদারি শুরু হয়েছে। সর্বত্র বসেছে পথবাতি। চিকিৎসক ও নার্সদের ডিউটি রুমের বাইরে বসানো হয়েছে বায়োমেট্রিক মেশিন ও অ্যালার্ম। যদিও তা এখনও চালু হয়নি। বিশেষ করে রাতের দিকে মহিলা চিকিৎসক ও নার্সদের নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা। সেই সঙ্গে সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ১ নম্বর গেট বন্ধ করে দেওয়া হচ্ছে। 
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা