দক্ষিণবঙ্গ

মার্কিন সংস্থার সঙ্গে লাইসেন্স সংশোধনী চুক্তি স্বাক্ষর হলদিয়া পেট্রকেমিক্যালের

সংবাদদাতা, হলদিয়া: নয়া ফেনল প্রকল্পের উৎপাদন ক্ষমতা আরও বাড়াতে আমেরিকার লুমাস টেকনোলজির সঙ্গে নতুন করে লাইসেন্স সংশোধনী চুক্তিতে সই করল হলদিয়া পেট্রকেমিক্যাল। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বৃহস্পতিবার সন্ধেয় একথা জানিয়েছে পেট্রকেম কর্তৃপক্ষ। নয়া চুক্তিতে সই করেছেন হলদিয়া পেট্রকেমের হোলটাইম ডিরেক্টর এবং সিইও নবনীত নারায়ণ এবং লুমাস টেকনোলজির পলিমার্স অ্যান্ড পেট্রকেমিক্যালস বিভাগের চিফ বিজনেস অফিসার রোমেন লেমইন। হলদিয়ায় নির্মীয়মাণ নয়া ফেনল প্রকল্পের উৎপাদন ক্ষমতা ৩ লক্ষ টন থেকে বাড়িয়ে ৩ লক্ষ ৪৫ হাজার টন করা হবে। সেক্ষেত্রে এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। নয়া ফেনল এবং অ্যাসিটোন প্রকল্পের জন্য পেট্রকেম হলদিয়ায় ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। নবনীত নারায়ণ বলেন, লুমাসের সঙ্গে পেট্রকেমের যৌথ উদ্যোগের ফলে পেট্রকেমের উৎপাদন ক্ষমতা আরও বাড়বে। এই প্রকল্প আগামী দিনে ভারতের ক্রমবর্ধমান ফেনল ও অ্যাসিটোনের চাহিদা মেটাবে। উৎপাদন ক্ষমতা বাড়িয়ে ৩ লক্ষ ৪৫ হাজার টন করার ফলে দেশের রাসায়নিক ও তার সহযোগী শিল্পকে গুণমান সমৃদ্ধ ফেনল সরবরাহের ক্ষেত্রে পেট্রকেমের অঙ্গীকার আরও শক্তিশালী হবে। চলতি বছরের ৩ জানুয়ারি হলদিয়া পেট্রকেমের নয়া ফেনল প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। সেখানে কয়েক হাজার শ্রমিক কাজ করছেন। হলদিয়ায় ৫ হাজার কোটি টাকা বিনিয়োগে দেশের বৃহত্তম ফেনল প্ল্যান্ট গড়ছে পেট্রকেম। ২০২৬ সালের মার্চের মধ্যে প্রকল্পের কাজ শেষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। পেট্রকেমে নতুন লগ্নির সঙ্গে সঙ্গে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে শিল্পাঞ্চলে। 
গত বছর নভেম্বর মাসে পেট্রকেম বিজ্ঞপ্তি দিয়ে নয়া প্রকল্পের জন্য একসঙ্গে দু’হাজারের বেশি ঠিকা শ্রমিকনিয়োগ করেছে। প্রকল্প চলাকালীন ১৩টি বিভিন্ন বিভাগে ওই কর্মীরা কাজ করছেন। একই সঙ্গে সংস্থাটি ওলিফিন কনভার্সন টেকনোলজি ভিত্তিক ভারতের প্রথম অন-পারপাস প্রপিলিন প্লান্টও গড়ছে বন্দর শহরে। হলদিয়ায় ফেনল প্রকল্পের উৎপাদন চালু হওয়ার পর পেট্রকেম ফেনোলিক্স চেইনে ভারতের প্রথম ইন্টিগ্রেটেড সংস্থা হয়ে উঠবে। পেট্রকেম কর্তৃপক্ষ জানিয়েছে, এখন তারা বছরে শুধু কেমিকেলস বিক্রি করে ৩ হাজার ২৬০ কোটি টাকার। নয়া ফেনল প্রকল্প উৎপাদন শুরু করলে স্পেশালিটি কেমিকেল উৎপাদনে দেশের এক নম্বর জায়গা দখল নেবে হলদিয়া পেট্রকেম। এর ফলে রাজ্যে নতুন করে আরও ক্ষুদ্রশিল্প তৈরি হবে। দেশে নির্মাণ শিল্প, ওষুধ শিল্পের কাঁচামালের চাহিদা বেড়ে যাওয়ায় ফেনলের মতো স্পেশালিটি কেমিকেলে বড়সড় লগ্নি করছে তারা। রাসায়নিক শিল্পের কাঁচামাল ছাড়াও পলিকার্বোনেট, বেকেলাইট, নাইলন, ডিটারজেন্ট এবং ফার্মাসিউটিক্যাল শিল্পের কাঁচামাল হল ফেনল। -নিজস্ব চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা