দক্ষিণবঙ্গ

বিশ্বকর্মার আরাধনায় পরিবেশ রক্ষার বার্তা হলদিয়ায়

শ্যামল সেন, হলদিয়া: শিল্পের দেবতা বিশ্বকর্মার আরাধনায় পরিবেশ বাঁচানোর বার্তা দিল হলদিয়ার রেনুকা সুগার কারখানা কর্তৃপক্ষ। বিশ্বকর্মা পুজোর মণ্ডপ, উদ্বোধন থেকে আনন্দ অনুষ্ঠান, সবই পরিবেশ সচেতনতার ভাবনা নিয়ে তৈরি হয়েছে। পরিবেশ রক্ষায় প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমানো, পুনরায় ব্যবহার, পুনরুদ্ধারের অভ্যাস গড়ে তোলার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ বিষয়ক এই ভাবনা প্রতিফলিত হয়েছে রেনুকা সুগার কারখানার মণ্ডপসজ্জায়। তাদের এবারের পুজোর থিম ‘চিরন্তন পৃথিবী’। সংস্থার ভাইস প্রেসিডেন্ট বরুণ ষড়ঙ্গির ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছেন হলদিয়ার নামী শিল্পী বিশ্বজিৎ মণ্ডল। 
চিত্র ও টেরাকোটা শিল্পী বিশ্বজিতের হাতের ছোঁয়ায় সামান্য উপকরণগুলি দৃষ্টিনন্দন শিল্প হয়ে উঠেছে। দুর্গাপ্রতিমার চালচিত্রের আঙ্গিকে তৈরি হয়েছে মণ্ডপ। সেই চালচিত্রে জল, জঙ্গল ও পৃথিবীর ভূ-ভাগের সম্পদগুলিকে পটচিত্রের মাধ্যমে পুনরায় ব্যবহারের বার্তা দিয়েছেন। এরজন্য নানা ধরনের সজীব গাছও অভিনব কায়দায় ব্যবহার করেছেন মণ্ডপসজ্জায়। মণ্ডপে লোকআঙ্গিক ব্যবহার করে প্রতীকীভাবে পৃথিবীর চিরন্তন রূপ ও সমৃদ্ধির ছবি ফুটিয়ে তুলেছেন। আলোর ব্যবহারে রাতের মণ্ডপ হয়ে উঠেছে আরও মোহময়। মঙ্গলবার রেনুকা সুগারের পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট বরুণ ষড়ঙ্গি, প্রাক্তন পুর চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক শিশির মণ্ডল, পরিবেশ আন্দোলনের নেত্রী শুচিস্মিতা মিশ্র প্রমুখ। শুধু পরিবেশ ভাবনার মণ্ডপ নয়, এদিন উদ্বোধনী অনুষ্ঠানও পরিবেশ সচেতনতার সুরে বাঁধা ছিল। হলদিয়ার বিজ্ঞান আন্দোলনের দুই মুখ শুচিস্মিতা মিশ্র ও রায়পদ কর শিল্পসংস্থাকে পরামর্শ দেন। শিল্প সংস্থাকে সঙ্গে নিয়ে যৌথভাবে দূষণ সচেতনতার কাজে নামার বার্তা দেন তাঁরা। 
শুচিস্মিতা বলেন, পরিবেশ বাঁচিয়েই পৃথিবীতে সুস্থায়ী ও টেকসই উন্নয়ন করতে হবে। এই ভাবনার প্রচারে রেনুকা সুগার পুজো কমিটি এগিয়ে এসেছে। এটিই শিল্পশহরের পুজোয় নতুনত্ব। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা বলেন, বিশ্বকর্মা পুজোয় শ্রমিক কর্মচারী ও তাঁদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এভাবে পুজো উদ্বোধনে পরিবেশ ভাবনার বার্তা বহু মানুষের কাছে পৌঁছবে। 
হলদিয়ার সিটি সেন্টারের পাশেই বন্দরে যাওয়ার পথে রেনুকা সুগারের চিনি শোধনাগার কারখানা। হলদিয়া শিল্পাঞ্চলের প্রবেশপথে রেনুকা সুগারের অভিনব মণ্ডপ ও আলোকসজ্জা দেখতে এদিন সন্ধ্যায় ব্যাপক ভিড় জমে। সংস্থার স্থায়ী ও ঠিকা শ্রমিক কর্মচারীরা মিলিতভাবে এই পুজো করেন। পুজোর দিন সকালে এক হাজারের বেশি মানুষকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়েছে। এদিন সন্ধ্যায় কারখানার কর্মীরা পরিবেশ ভাবনা নিয়ে নাটক মঞ্চস্থ করেন। সংস্থার ভাইস প্রেসিডেন্ট বলেন, রেনুকা সুগার বর্তমানে মধ্যপ্রাচ্যে চিনি রপ্তানিতে জোর দিয়েছে। হলদিয়ায় আগামীদিনে সংস্থার নতুন বিনিয়োগের ভাবনাচিন্তা চলছে। 
-হলদিয়ার রেনুকা সুগার কারখানার বিশ্বকর্মা পুজোর মণ্ডপ।-নিজস্ব চিত্র
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সঞ্চীয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা