দক্ষিণবঙ্গ

সস্তার চায়না জরির দাপটে ব্যাকফুটে বনকাপাশির শোলার সাজ, হতাশ শিল্পীরা

সংবাদদাতা, কাটোয়া: চায়না জরি, চুমকি বসানো কাগজের সাজের দৌলতে কদর হারাচ্ছে বাংলার শোলার সাজ। সস্তায় চায়না জরি বসানো কাগজের সাজ পেয়ে যাওয়ায় শোলার সাজের চাহিদা কমেছে। চিন্তায় পড়েছেন মঙ্গলকোটের বনকাপাশির শোলাশিল্পীরা। 
বহু বছর ধরেই দুর্গা প্রতিমাকে শোলার সাজে সাজানোর রেওয়াজ চালু। প্রতিমার গয়না, কাপড়ের আঁচল থেকে সবই শোলা দিয়ে সাজিয়ে তোলা হয়। বনকাপাশির শোলাশিল্পীরা কয়েক দশক ধরে সেই কাজই করে আসছেন। বর্তমানে গ্রামের প্রায় ৪০০টি পরিবার এই শিল্পের সঙ্গে যুক্ত। বাংলার জলাশয়ে জন্মানো শোলা কেটে আঠা দিয়ে জরি, চুমকি বসিয়ে প্রতিমার সাজ তৈরি করা হয়। কিন্তু ইদানীং কলকাতার বড়বাজারে চায়না জরি, চুমকি দিয়ে মোটা কাগজেরর উপর বসিয়ে প্রতিমার সাজ তৈরি করা হচ্ছে। সেটা একটু বেশি রংচঙে। তার দাম অনেক কম বলে মানুষ সেইদিকেই ঝুঁকছেন। আর বাংলার শোলার সাজের চাহিদা কমছে। শোলার সাজ তৈরিতে শ্রমিক লাগে বেশি, ফলে খরচও পড়ে বেশি। সে কারণেই সবাই সস্তার চায়না জরি খুঁজছেন।
শোলাশিল্পী  প্রসাদ ঘোষ, স্বপ্না ঘোষ,  রীমা ঘোষ বলেন, চায়না জরি, চুমকির রমরমায় শোলার কাজের বাজার কমেছে। আগে পুজোয় যে বরাত পেতাম তা অনেক কমে এসেছে। তাছাড়া শ্রমিকের সমস্যা রয়েছে। শিল্পীরা আরও জানান, এবার বাংলার শোলার জোগান কমছে। উত্তর ২৪ পরগনার জয়নগর, বিষ্ণুপুর, উত্তর দিনাজপুর এলাকাগুলিতে শোলার চাষ করা হয়। সেখান থেকেই চড়া দামে কিনতে হচ্ছে শোলা। কয়েক বছর আগেই গ্রামের নয়ানজুলি, ছোট পুকুরগুলিতে শোলা উৎপন্ন হতো। কিন্তু গত দু› বছর মরশুমের শুরুতে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় স্থানীয় নয়ানজুলি বা পুকুরগুলিতে আর শোলা উৎপন্ন হচ্ছে না। তাছাড়া গ্রামের বড় পুকুরগুলিতে মাছ চাষ করার জন্য জল পরিষ্কার রাখা হয়, তাই শোলার জোগানে ভাটা পড়েছে। এক্ষেত্রে শিল্পীদের ভরসা সেই ভিন জেলার কৃত্রিম ভাবে চাষ করা শোলা। তাতে খরচ বেশি, সেখান থেকে শোলা কিনে কাজ করে আয় খুব একটা হয় না শিল্পীদের।
প্রসাদবাবু আরও বলেন, চায়না জরি, চুমকির বাজার কয়েক বছর আগে শুরু হয়েছে। আর ভিন রাজ্যে অনেকেই কম পয়সায় কাজ খুঁজছেন। তাই আমরা আর পাল্লা দিয়ে উঠতে পারছি না। বাংলার শোলার সাজে একটা বনেদিয়ানা আছে। এখন অনেকেই তা ভুলে যাচ্ছেন। প্রতিমা সাজাতে সস্তার সাজ ব্যবহার করছেন। 
 
23d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা