নানারকম

নাটকের আলোচনা: একটি কলম দুটি সত্তা

‘দ্বৈত সত্তার মানুষ’— শব্দবন্ধের গায়েই যেন একটা সন্দেহের স্পর্শ লেগে থাকে। দৈনন্দিন জীবনে বিশ্বাস অর্পণের ক্ষেত্রে এমন মানুষকে সচরাচর ভরসা করা হয় না। কিন্তু কোনও সৃষ্টিশীল সত্তার সার্থক বিকাশ ও উপস্থাপন একমার্গী হয়ে সম্ভবও নয়। এই সত্যকে উপলব্ধি করানোর জন্যই সম্প্রতি তপন থিয়েটারে ব্যাকস্টেজ ও সৃজক নাট্যগোষ্ঠীর যৌথ উদ্যোগে নাট্যকার মৈনাক সেনগুপ্তের দুটি সম্পূর্ণ ভিন্ন মেজাজের নাটক মঞ্চস্থ করা হল। ব্যাকস্টেজের প্রযোজনা ‘রোদ্দুর’ যেখানে একজন অতি ভীতু মানুষের জীবনের যাবতীয় ভয় অতিক্রম করে উত্তরণের কথা বলে। সৃজকের ‘অরাজনৈতিক’ প্রযোজনা ‘গুপী বাঘা এবং’। সেখানে ভূতের রাজার বরপ্রাপ্ত দুই স্বীকৃত ভালোমানুষেরও সম্পর্কহানির গল্প শোনা যায়। ক্ষমতা ও প্রলোভনের কাছে গুপীর বশ্যতা স্বীকারের নির্মেদ বাস্তবকে প্রকাশ করে, দুই অভিন্নহৃদয় বন্ধুর মধ্যেও আমরা-ওরার বিভাজন রেখা সৃষ্টি করে। 
 ‘রোদ্দুর’ ভয়কে জয় করার নাটক। কত রকমের ভয় কত ভাবে মানুষের জীবনকে উপদ্রুত করে তোলে, তা অতি সুচারুরূপে নিবেদন করা হয়েছে। ভুবনের জীবনের আকাশে শুধুই বহুবর্ণ ভয়ের রামধনু। রাস্তায় দুর্ঘটনার ভয়, বাড়িতে পারিবারিক সদস্য থেকে শুরু করে প্রোমোটারের ভয়, অফিসে নতুন বসের হাতে কেরিয়ার ধ্বংসের ভয় এবং সর্বোপরি প্রতি মুহূর্তে মূল্যবোধ হারিয়ে ফেলার ভয়। একটি ঘটনায় আচমকাই বহুমাত্রিক ভয়ের কারাগার থেকে মুক্ত হয়ে ওঠে ভুবনদা। এক প্রতিস্পর্ধী মানব সত্তার বজ্রনাদ শোনে দর্শক। প্রসূন ভট্টাচার্যের নির্দেশনায় দেবাশিস দত্তের সুদক্ষ মঞ্চসজ্জায়  আলোকসম্পাত করেছেন প্রসেনজিৎ ভট্টাচার্য। অনুপ ধরের সঙ্গীতায়োজন যথাযথ। 
 ‘গুপী বাঘা এবং’ নাটকটির নামের আগে ‘অরাজনৈতিক’ শব্দটির সচেতন প্রয়োগ নিছকই একটি আনুষ্ঠানিক ঘোষণা। অনেকটা বিধিসম্মত সতর্কীকরণের মতো। এই নাটকে স্বেচ্ছাচারী রাজা আছে, নিপীড়িত ও দ্বিধাগ্রস্ত আমজনতা আছে। গণ অভ্যুত্থানের ঐতিহাসিক পরম্পরাও হাজির। সমকালীন রাজনৈতিক রেফারেন্স সংলাপের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে। সুবীর সান্যালের সঙ্গীত নাটকের অন্যতম সম্পদ। দেবাশিস বসুর সার্থক নির্দেশনায় অজিত রায়ের মঞ্চসজ্জা ও সৈকত মান্নার আলোকসম্পাত যথাযথ। সুজাতা সরকারের পোশাক পরিকল্পনায় পরিশীলিত রুচির ছাপ।
প্রিয়রঞ্জন কাঁড়ার
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা