নানারকম

ভালোবাসার পাঠ

শিল্পী সংঘের ‘কাল বা পরশু’ এবং সন্দর্ভ প্রযোজনার ‘ব্যাধি’— সম্প্রতি একই মঞ্চে এই দুটি নাটক দেখলেন দর্শক। জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল ‘কাল বা পরশু’ নাটকে। শিক্ষিত তরুণরা স্বপ্ন দেখে অনেক। ভালো চাকরি, ভালো ভাবে বেঁচে থাকার স্বপ্ন। রাজনৈতিক ব্যক্তিত্ব তাপস বসু (কমল চট্টোপাধ্যায়) একমাত্র পুত্রকে নিয়ে ভীষণ চিন্তিত। কঠিন ব্যাধিতে ভুগছে সে। উদ্বিগ্ন তার স্ত্রী সুচেতাও (নন্দিনী ভৌমিক)। এই সুযোগ কাজে লাগিয়েই তাপসের বাড়িতে ঢুকে পড়ে একদল যুবক। তাদের লক্ষ্য প্রতিশোধ। মোহিত চট্টোপাধ্যায়ের লেখা ও কমল চট্টোপাধ্যায়ের পরিচালনায় নাটকটিতে তরুণ সমাজের মনে কথা তুলে ধরা হয়েছে। স্থান, কাল ভেদে তরুণদের ক্ষোভের আগুনের কোনও তফাত নেই। এই নাটক দেখার পরে মনের মধ্যে সংশয় দানা বাঁধে। তরুণ সমাজের ভবিতব্য তবে কী? স্বপ্নময় চক্রবর্তী, দেবজ্যোতি গঙ্গোপাধ্যায়, নিলয় ভট্টাচার্যর অভিনয় বেশ ভালো। তিনটি চরিত্র এই নাটকের স্তম্ভ। রাকেশ ঘোষের আলো ও সব্যসাচী পালের আবহ যোগ্য সঙ্গত করেছে। মঞ্চ নির্মাণেও যত্নের ছাপ ছিল।
দ্বিতীয় নাটক ‘ব্যাধি’র বিষয় বেশ অন্যরকম। একটি পরিবারের অদ্ভুত অসুখ। ১৮ বছর বয়স হলেই পরিবারের সদস্যদের অন্ধত্ব প্রাপ্তি ঘটে। স্কুল জীবনে পড়াশোনায় ভালো হলেও অন্ধত্বের কারণে আর এগতে পারেনি অরুণেশ। তার স্ত্রী রুমা জন্মান্ধ। দম্পতির ছেলে পার্থ ও মেয়ে ইন্দ্রাণীরও চোখের দৃষ্টি নেই। দৃষ্টি হারিয়ে পার্থ মাটির পুতুল গড়ে। ইন্দ্রাণী নৃত্যশিল্পী। চোখের আলো নিভে গেলেও চারজনের এই পরিবার বেশ সুখী। একদিন অরুণেশ জানায় তার এক বন্ধু এমন এক চশমা বানিয়েছে যা চোখে দিলে দেখা যাবে দুনিয়া। কিন্তু সেই চশমা  পরিবারের দু’জনের জন্য বরাদ্দ। কোন দু’জন পৃথিবীর আলো দেখবে, তা নিয়ে চলে আলোচনা। এক সময় তা পারস্পরিক দ্বন্দ্বে পরিণত হয়। নাট্যকার প্রবাল কুমার বসুর লেখা নাটকের পরিচালনার দায়িত্ব ছিল সৌম্য মজুমদারের। পরিচালনার পাশাপাশি অরুণেশের চরিত্রে সৌম্যর অভিনয়ও অসাধারণ। পাশাপাশি কিংশুক চক্রবর্তী, তানিয়া দাশগুপ্ত ও সীমা মজুমদারের অভিনয়ও ভালো। নাটক জুড়ে দৃষ্টিহীনতার অভিনয় বেশ চ্যালেঞ্জিং। নাটকের কুশীলবরা সে পরীক্ষায় উত্তীর্ণ। এই নাটক দর্শকদের এক নতুন ভাবনার সম্মুখে দাঁড় করিয়েছে। লোভ, আকাঙ্খা, দুর্বলতার উর্দ্ধে উঠে মানুষের একে অপরের প্রতি ভালোবাসার মনস্তাত্ত্বিক পাঠ হতে পারে এই নাটক। 
তাপস কাঁড়ার 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা