বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
ব্ল্যাকবোর্ড

 বাঙালির হাওয়া অফিস

সিপাহি বিদ্রোহের আগুন তখনও জ্বলে ওঠেনি। আর মাসচারেকের মধ্যে বারাকপুরে সোচ্চার হয়ে উঠবেন মঙ্গল পান্ডে। ঠিক সেই সময়েই এই শহর কলকাতাতেই গোড়াপত্তন হয় দেশের প্রথম আবহাওয়া অফিসের। সালটা ১৮৫৭। আবহাওয়া সংক্রান্ত বিষয় দেখভালের জন্য কলকাতার এশিয়াটিক সোসাইটির উদ্যোগে গঠিত হল মেটেরিওলজিক্যাল কমিটি। সেই সংস্থার কর্তা হিসেবে নিযুক্ত করা হয় এইচ এফ ব্লানফোর্ডকে। তিনিই এ দেশের প্রথম ‘ইম্পিরিয়াল মেটেরিওলজ্যিকাল রিপোর্টার’। ১৮৭৫ সালের ১৫ জানুয়ারি ওই পদে দায়িত্ব গ্রহণ করেন ব্লানফোর্ড। ওই দিনটিকে ভারতীয় আবহাওয়া দপ্তরের সূচনাকাল হিসেবে গণ্য করা হয়। তার ভিত্তিতেই আবহাওয়া দপ্তরের সার্ধশতবর্ষ উদযাপন শুরু হয়েছে দেশজুড়ে। কিন্তু এই ঘটনার ৪৬ বছর আগে, ১৮২৯ সালে কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় সার্ভেয়ার জেনারেল অফিসে দেশের প্রথম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রটি চালু করেছিল ব্রিটিশ শাসকরা। ১৮৫২ সালে ওই কেন্দ্রের সুপারিন্টেন্ডেন্টের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় সার্ভে অব ইন্ডিয়ায় কর্মরত এক বাঙালি আধিকারিককে। সেই বিখ্যাত বাঙালির নাম রাধানাথ শিকদার। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রথম অঙ্ক কষে নির্ণয় করেচিলেন। তাঁর আমলেই চালু হয় প্রতি ঘণ্টায় আবহাওয়া পর্যবেক্ষণের রিপোর্ট নেওয়ার ব্যবস্থা। পরবর্তীকালে আরও এক বিখ্যাত বাঙালি কলকাতার হাওয়া অফিসের সর্বোচ্চ কর্তা হন। তিনি হলেন বিশিষ্ট পরিসংখ্যানবিদ ও ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রশান্তচন্দ্র মহালনবীশ। তিনি দায়িত্ব নেওয়ার অনেক আগেই, ১৮৭৭ সালের ১ এপ্রিল আবহাওয়া দপ্তর উঠে এসেছে আলিপুরে। প্রশান্তচন্দ্র মহলনবীশ ১৯২২ থেকে ১৯২৬ পর্যন্ত সুপারিন্টেন্ডেন্ট মেটেরিওলজিস্ট পদে ছিলেন। সেই সময় তাঁর বিশেষ অতিথি হিসেব ছ’দফায় মোট ৮৭ দিন হাওয়া অফিসের অতিথিশালায় কাটিয়ে যান স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ১৮৯৯ সালে আলিপুরে নিজস্ব ভবন তৈরি হওয়ার পর এটি ছিল দেশের আবহাওয়া দপ্তরের হেডকোয়ার্টার। ১৯০৫ সালে তা সিমলায় সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সরকার।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি কারবারে মন্দার সম্ভাবনা। যে কোনও কাজকর্মে বাধার মধ্যে উন্নতি। বৃত্তিগত শিক্ষা লাভে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৬৮ টাকা৮৭.৪২ টাকা
পাউন্ড১০৫.৮৯ টাকা১০৯.৬২ টাকা
ইউরো৮৮.৬৬ টাকা৯২.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা