ব্ল্যাকবোর্ড

কেষ্টপুরে উপাসনালয়

কেষ্টপুরের মিশনবাজার। এলাকাটি খ্রিস্টানপাড়া নামেও পরিচিত। সেখানে ১৮২৯ সালে কয়েকজন মিলে তৈরি করলেন একটি গির্জা। নাম—ইমানুয়েল চার্চ।
কীভাবে এই উপাসনালয়টি গড়ে উঠেছিল, তার কাহিনি লেখা রয়েছে চার্চে ঢোকার মুখে। কয়েকশো বছর আগে বিদ্যাধরী নদী দিয়ে বাণিজ্যিক জাহাজ যাতায়াত করত। ১৮০৬ সালে প্রবল ঝড়বৃষ্টিতে বেশ কিছু জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এগুলির চালকরা ছিলেন হয় ইংরেজ, নয়তো ওলন্দাজ। ছ’টি জাহাজ কোনওরকমে কেষ্টপুরে এসে ঠাঁই নেয়। নির্জন জনপদে তখন স্থানীয় নমঃশূদ্র কিছু মৎসজীবীর বাস। ওলন্দাজ ও ইংরেজ জাহাজ চালকরা থেকেই গেলেন। স্থানীয়দের সহায়তায় তাঁরা বন্যপ্রাণীর হাত থেকে রক্ষা পেতে তৈরি করলেন অস্থায়ী আশ্রয়কেন্দ্র। বসতি স্থাপন হল খ্রিস্টানদের। কাল অতিবাহিত হতে থাকে। একদা এক ব্রাহ্মণ যুবকের সঙ্গে একটি পর্তুগীজ বালিকার হল ভাব। ওঁরা চলে গেলেন কাশী। বিয়ে করলেন। কেষ্টপুরে আবার ফিরলেন ১৮১৮ সালে। শুরু করলেন খ্রিস্ট ধর্মের প্রচার। তখন বর্ণহিন্দুদের অত্যাচার থেকে বাঁচতে, আশ্রয় পেতে নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষরা এক আইরিশ পাদ্রীর কাছে আশ্রয় নিতে শুরু করেন। তাঁর হাতেই প্রতিষ্ঠা এই গির্জার। চার্চকে কেন্দ্র করে শিক্ষার প্রসার ঘটতে শুরু করল। কেষ্টপুরের এই গির্জায় বাংলায় প্রার্থনা হয়। বড়দিনে বাংলা ক্যারোল। কীর্তনের ঢঙে যিশুর আরাধনা। 
খ্রিস্টানপাড়ায় এ সময় প্রায় সবার ঘরের সামনের অংশ গোয়ালঘরের মতো করে সাজানো হয়। পুতুল দিয়ে সাজানো হয়েছে মেরির কোলে যিশু। বাড়িগুলিতে তৈরি হয় ফ্রুট, পাম বা রোজ কেক। পায়েস এবং পিঠেপুলিও হয়। ভিআইপি রোড থেকে ১২সি/২ বাস রুট নিউটাউন পর্যন্ত গিয়েছে। এই রাস্তাটি কেষ্টপুর মেইন রোড নামে পরিচিত। এই পথের মাঝামাঝি অংশে খ্রিস্টানপাড়া। রাস্তার উপরেই রয়েছে চার্চটি। শুধু এটাই নয়, এলাকায় আরও বেশ কয়েকটি চার্চ রয়েছে উপাসনার জন্য।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা