ব্ল্যাকবোর্ড

ফিরিয়ে দিলেন পারিশ্রমিক

একবার এইচএমভি ঠিক করল, মহম্মদ রফির দুঃখের গানের সংকলন প্রকাশ করবে। যেমন ভাবা তেমন কাজ। তৈরি হল সংকলন। প্রকাশের সময় হঠাৎ উদয় হল এক সঙ্কট। রফি সাহেবের দুঃখী মুখের ছবি চাই। নইলে কভার ছবি হিসেবে কী দেওয়া হবে? সংবাদপত্রের অফিস থেকে শুরু করে যাবতীয় আর্কাইভ—চিরুনি তল্লাশি চলল। কিন্তু রফি সাহেবের কোনও দুঃখী মুখের ছবি পাওয়া গেল না। তাঁর মুখের হাসি যে অমলিন। চিরন্তন। অবশেষে ঠিক হল, রফি সাহেবের হাসি মুখের ছবি দিয়েই প্রকাশিত হবে দুঃখের গানের সংকলন। তাই হল। আর সেই সংকলন বাজারে সুপারহিট। তা দেখে ভীষণ মজা পেয়েছিলেন স্বয়ং রফি। আরেকটা ঘটনার কথা উল্লেখ করা যাক। ‘হামসায়া’ ছবিতে একটি গান গেয়েছিলেন—‘দিল কি আওয়াজ ভি সুন’। গানটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে জয় মুখোপাধ্যায়ের ছবিটি। তা শুনে মুষড়ে পড়েছিলেন রফি। সটান চলে গেলেন জয়ের কাছে। ফিরিয়ে দিলেন পারিশ্রমিকের চেক। সেই চেক কিছুতেই নিতে চাননি জয়। তাঁর লোকসান হয়েছে, ঠিকই। কিন্তু এজন্য রফি সাহেব পারিশ্রমিক নেবেন না! তা আবার হয় নাকি? রফি নাছোড়বান্দা। জয়ের পকেটে ভরে দিয়ে এলেন খামটি। সঙ্গে গেয়ে উঠলেন—‘দিল কি আওয়াজ ভি সুন।’ পারিশ্রমিক নিয়ে বরাবর এমনই উদাসীন থেকেছেন তিনি। সঙ্গীত শিল্পীদের রয়্যালিটি নিয়ে যখন ভীষণ চর্চা চলছে, সেই সময় তিনি বলেছিলেন, ‘একবার যখন পারিশ্রমিক পেয়েছি, তখন বারবার কেন!’ সম্ভবত এ জন্যই লতা মঙ্গেশকর তাঁর উপর ক্ষুব্ধ হন। পরে অবশ্য লতাজি জানিয়েছিলেন, অবসর সময় পেলে তিনি মহম্মদ রফিজির গানই শোনেন।
4d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা