শিল্প -বাণিজ্য

দেশে শিল্পসংস্থাগুলির আয় কমেছে: ক্রিসিল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় শিল্পসংস্থাগুলির আয় সার্বিকভাবে কমেছে। এমনই  দাবি করল দেশের অন্যতম ক্রেডিট রেটিং সংস্থা ক্রিসিল। তাদের বক্তব্য, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক, অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বর পর্বে দেশীয় শিল্প সংস্থাগুলির আয় বেড়েছে প্রায় ৫ শতাংশ হারে। এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রথম ত্রৈমাসিকে সেই বৃদ্ধির হার ছিল ৮.৩ শতাংশ। প্রসঙ্গত, সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শিল্প সংস্থাগুলির আয় ৫ শতাংশের কাছাকাছি থাকলে, তা গত চারবছরের মধ্যে সর্বনিম্ন, এমনটাই দাবি ক্রেডিট রেটিং সংস্থাটির।
কেন চলতি অর্থবছরের প্রথম তিনমাসের তুলনায় পরবর্তী তিনমাসে আয় কমেছে বলে মনে করছে ক্রিসিল? তারা দেশের ৪৩৫টি সংস্থার উপরে একটি রিপোর্ট তৈরি করেছে, যেসব সংস্থা শেয়ার বাজারে নথিভুক্ত এবং সেখানে লগ্নিকৃত অর্থের (মার্কেট ক্যাপিটালাইজেশন) প্রায় অর্ধেক দখল করে থাকে। ক্রিসিলের বক্তব্য, দেশের নির্মাণ শিল্প সবচেয়ে বেশি মার খেয়েছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। তারপরই রয়েছে কারখানাজাত পণ্যের বাজার। 
বিশেষজ্ঞরা বলছেন, যে সমস্যাগুলির উপর রিপোর্ট তৈরি করা হয়েছে, তার ৩৮ শতাংশ জুড়ে রয়েছে এই দুটি শিল্পক্ষেত্র। জুলাই-সেপ্টেম্বর সময়ে সেখানে বৃদ্ধির হার মাত্র ১ শতাংশ।  পাশাপাশি কয়লার মতো শিল্পক্ষেত্রে আয় হয়েছে মাত্র ৬-৭ শতাংশ। কারণ, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কয়লার ব্যবহার কম হয়েছে। দেশে পর্যাপ্ত বর্ষা হওয়ায় কমেছে বিদ্যুতের চাহিদা। কয়লার ক্ষেত্রে এই আয়বৃদ্ধির হার অনেকটাই কম, বলছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ধাক্কা খেয়েছে ইস্পাতের মতো শিল্প। সেখানে বৃদ্ধির হার মাত্র ২-৩ শতাংশ। 
নিজেদের সাফল্যের ঢাক পেটাতে মোদি সরকার সর্বত্র আত্মনির্ভর ভারতের কথা বলে। তাদের দাবি, বিদেশি নির্ভরতা কমিয়ে শিল্পে অনেক বেশি স্বনির্ভর হয়েছে দেশ। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প দেশে চীনা পণ্যের আমদানিকে অনেকটাই কোণঠাসা করতে পেরেছে। তবে ক্রিসিলের বক্তব্য, চীন থেকে যেভাবে সস্তায় পণ্য ভারতের বাজারে ঢুকছে তাতে ইস্পাত শিল্পক্ষেত্র বড়সড় ধাক্কা খেয়েছে।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শুভ যোগাযোগ ও পরিকল্পনায় কাজকর্মে উন্নতি। ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     November,   2024
দিন পঞ্জিকা