বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

কোটি টাকার কোকেন  সহ এসটিএফের জালে

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে গড়ে উঠেছে মাদকের একাধিক গোডাউন। বার, পাব, রেস্তোরাঁয় যাওয়া যুব সমাজের হাতে মাদক পৌঁছে দিতে শহরের বুকেই তা মজুত করে রাখা হচ্ছে। এই অভিযোগ যে একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়, তা প্রমাণিত হল শনিবার রাতে রাজ্য পুলিসের স্পেশাল টাক্স ফোর্স (এসটিএফ) ও খালপাড়া পুলিস ফাঁড়ির অভিযানে। তারা শিলিগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ডাঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার কোকেন সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সরতাজ আলম ওরফে আলি ভাই। তার বাড়িতে অভিযান চালিয়ে ৯৩ গ্রাম কোকেন উদ্ধার করেছে এসটিএফ। ধৃতকে রবিবার শিলিগুড়ি আদালতে তুলে ছ’দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিস।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা একজনকে কোকেন সহ গ্রেপ্তার করেছি। তাকে হেফাজতে নিয়ে জেরা করে এই চক্রের পান্ডাদের ধরতে অভিযান চালানো হবে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসার আড়ালে কোকেনের কারবার চালাচ্ছিল আলি। বাইরে থেকে কোকেন নিয়ে এসে ছোট ছোট প্যাকেটে ভরে সে একাংশ পানশালা ও পাবে বিক্রি করত। খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে কোকেনের কারবারের পর্দাফাঁস করে এসটিএফ ও খালপাড়া ফাঁড়ির পুলিস। ঘর থেকে উদ্ধার হয় ৯৩ গ্রাম কোকেন সহ নগদ এক লক্ষ টাকা ও দু’টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। ওই মাদক কোথা থেকে নিয়ে আসা হতো, তা জানতে ধৃতকে হেফাজতে নিয়ে দফায় দফায় জেরা করা হচ্ছে। 
উল্লেখ্য, সম্প্রতি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের শীর্ষ আধিকারিকদের কাছে খবর আসে উত্তরবঙ্গের মালদহ ও উত্তর-পূর্ব ভারতের একাধিক স্থান থেকে মাদক নিয়ে এসে শিলিগুড়ি শহর ও শহরতলিতে মজুত করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। পাচারকারীরা অনেক ক্ষেত্রে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করছে ছোটদের। সেক্ষেত্রে পুলিসের হাত থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করে তারা। মাদক পাচারের ক্ষেত্রে কার্যত গোডাউন হয়ে যাওয়া এলাকা চিহ্নিত করে সেগুলিকে মূল সহ উপড়ে ফেলাই বর্তমানে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। মাদক পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে বারবার সাফল্য পাচ্ছে পুলিস। তবে গোপন ডেরা বারবার বদলে ‘সাপ্লাই চেন’ অব্যাহত রাখছে পাচারকারীরা। এবারে সেই চেন ভাঙাই পুলিসের প্রধান লক্ষ্য‌। শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় নজরদারি বাড়িয়ে ওই সাপ্লাই চেন ভাঙতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিনের এই অভিযানও সেই পদক্ষেপের একটি অংশ বলে দাবি করেছেন পুলিসের শীর্ষ কর্তারা। তবে বারবার ছক বদলে অন্য রাস্তা তৈরি রাখছে পাচারকারীরাও।
19d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৭৯ টাকা১০৯.৫২ টাকা
ইউরো৮৮.৩৫ টাকা৯১.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা