বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

রেল প্রকল্পের জন্য জমি পাওয়া নিশ্চিত করতে নির্দেশ নবান্নের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জমি সমস্যায় আটকে রেলের একাধিক প্রকল্প-একাধিকবার পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে কেন্দ্রীয় সরকার। তবে রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, এমন প্রকল্পের সংখ্যা মাত্র পাঁচ। সে সমস্যার সমাধানও দ্রুত হয়ে যাবে বলে আশা করছে রাজ্য। তা হয়ে গেলে জমি সংক্রান্ত সমস্যা নিয়ে রাজ্যের দিকে আর কোনওভাবেই আঙুল তুলতে পারবে না মোদি সরকার। এই কাজের জন্য পূর্ত, ভূমি সংস্কার, পরিবহণ সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সূত্রের খবর, এই ধরণের সমস্ত সমস্যায় ইতি টেনে প্রকল্পের কাজ চালুর জন্য জমি পাওয়া সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সেই নির্দেশ মাথায় রেখে পদক্ষেপ নিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, সংশ্লিষ্ট পাঁচের মধ্যে একটি প্রকল্প হুগলির ভবাদিঘিতে। বীরভূমের সাঁইথিয়ার অন্য একটি প্রকল্পের প্রয়োজনীয় জমি নিয়ে আলোচনা হয়েছে। যা দ্রুত মিটে যাবে বলে বৈঠকে জানানো হয়েছে। তবে এই মুহূর্তে সকলের নজর রয়েছে অমৃতসর-ডানকুনি ফ্রেইট করিডরের কাজের উপর। এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় ৯৮ শতাংশ জমিই রেলকে হস্তান্তরের কাজ শেষ হয়েছে। এই ফ্রেইট করিডরের উপর তৈরি হবে একাধিক রেল ওভার ব্রিজ। যা নিয়েও এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও অন্যান্য জায়গার প্রস্তাবিত ওভার ব্রিজ এবং আন্ডারপাসের জন্য প্রয়োজনীয় জমি নিয়েও কথাবার্তা হয়েছে। 
2h 2m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৭৯ টাকা১০৯.৫২ টাকা
ইউরো৮৮.৩৫ টাকা৯১.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা