রাজ্য

আলুচাষে সারের সঙ্কটে দায়ী কেন্দ্র, দাবি রাজ্যের, হিমঘরে যথেষ্ট আলু মজুত সত্ত্বেও চড়া খুচরো বাজার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নভেম্বরে নির্ধারিত সময়সীমা পেরনোর পরেও রাজ্যের হিমঘরগুলিতে ১০ লক্ষ টনের মতো আলু মজুত থেকে যেতে পারে। অনুমান রাজ্যের ব্যবসায়ীদের। হিমঘরে প্রচুর আলু এখনও মজুত থাকলেও খুচরো  বাজারে তার দাম কমছে না। জ্যোতি আলু ৩৪-৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কয়েকদিন আগে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে আলুর দাম কমানোর জন্য সরকারের তরফে উ঩দ্যোগী হতে বলা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু তারপরেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। ব্যবসায়ী সংগঠন ও সরকারি টাস্ক ফোর্সের সদস্যরা বলছেন, পাইকারি বাজারের তুলনায় খুচরো বাজারে আলুর দাম এতটা বেশি হওয়া উচিত নয়। 
টাস্ক ফোর্সের সদস্য কমল দে জানান, কলকাতার পাইকারি বাজারে মঙ্গলবার জ্যোতি আলুর দাম ছিল ২৭ টাকা। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় জানান, হিমঘর থেকে বেরনোর পর আলুর দাম ২৬ টাকার আশপাশে রয়েছে। এই অবস্থায় খুচরো বাজারে দাম এতটা বেশি কেন, প্রশ্ন উঠেছে তা নিয়ে। 
এদিকে মরশুম শুরু হওয়ার সময় আলু চাষের জন্য গুরুত্বপূর্ণ ‘এনপিকে’ সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে। পর্যাপ্ত সার মিলছে না, বেশি দাম নেওয়া হচ্ছে এবং অপ্রয়োজনীয় অন্য সার কিনতেও চাষিদের বাধ্য করার অভিযোগও আসছে বিভিন্ন জেলা থেকে। এর জন্য কেন্দ্রকে দায়ী করছে রাজ্য সরকার। 
কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পরিসংখ্যান দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার এই সারের বরাদ্দ কমানোর কারণেই এই সমস্যা। ২০২১ সালের আগে যেখানে রাজ্যকে প্রায় সাড়ে ৪ লক্ষ টন এনপিকে সার দেওয়া হতো, এখন সেখানে এখন রবরাহ কমিয়ে করা হয়েছে মাত্র ২ লক্ষ ২৭ হাজার টন। পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবার নবান্নে বিশেষ বৈঠক করেন মন্ত্রী এবং কৃষিদপ্তরের আধিকারিকরা। সার উৎপাদনকারী  ও সরবরাহকারী সংস্থাগুলির প্রতিনিধিরা বৈঠকে ছিলেন। কেন্দ্রীয় সরকারের নির্দেশেই রাজ্যে এই সারের সরবরাহ কমেছে? রাজ্যের দুই মন্ত্রী জানান, এনপিকে সার আরও বেশি পরিমাণে সরবরাহ করার জন্য রাজ্যের পক্ষ থেকে একাধিক চিঠি দিয়েও সুরাহা মেলেনি। এদিনের বৈঠকে উৎপাদনকারী এবং সরবরাহকারী সংস্থাগুলিকে আরও এনপিকে সার পাঠাতে বলা হয়েছে। এরপর পরিস্থিতি পরিবর্তন হয় কি না, তার উপর নজর রাখবে রাজ্য। তারপর বিষয়টি ফের জানানো হবে কেন্দ্রকে। এনপিকে সারের কালোবাজারি বন্ধ করার জন্য প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রীরা। 
22d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা