রাজ্য

স্থানান্তর নয়, অ্যামেচার রেডিও স্টেশনকে ‘ঘরবন্দি’ করল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: যেকোনও বিপর্যয়ের পর উদ্ধারকার্যসহ সহযোগিতার কাজে ঝাঁপিয়ে পড়েন অ্যামেচার রেডিও অপারেটররা। এমনকী, যেসব অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক নেই, সেখানে বুথ পরিচালনার ক্ষেত্রেও নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন তাঁরা। তবে, এই কাজের জন্য তাঁরা লাইসেন্সপ্রাপ্ত রেডিও স্টেশন সংশ্লিষ্ট অঞ্চলে স্থানান্তর করেন। কিন্তু, এবার এই অ্যামেচার রেডিও স্টেশনকে ‘ঘরবন্দি’ করল কেন্দ্র! কারণ, এবার থেকে রেডিও স্টেশন স্থানান্তর করা যাবে না। অর্থাৎ, বাড়ি থেকে অন্য কোনও জায়গায় নিয়ে যেতে পারবেন না অপারেটররা। তাঁদের সংগঠনের অভিযোগ, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের গেজেট বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়েছে। এনিয়ে ক্ষোভে ফুঁসছেন দেশের অ্যামেচার রেডিও অপারেটররা। তাঁরা কেন্দ্রকে চিঠি দিতে চলেছেন।
ভারতসহ গোটা বিশ্বজুড়ে অসংখ্য অ্যামেচার রেডিও অপারেটর রয়েছেন। যে কেউ চাইলেই এই অ্যামেচার রেডিও অপারেটর হতে পারেন না। তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হয়। তারপর রেডিও হ্যান্ডসেট কিনে অপারেট করেন তাঁরা। যিনি আবেদন করেন, তাঁকে তাঁর বাড়ির ঠিকানায় অ্যামেচার স্টেশন অপারেটর সার্টিফিকেট (এএসওসি) দেওয়া হয়। অর্থাৎ, বাড়ি থেকেই এই রেডিও স্টেশন চালাতে পারবেন তাঁরা। অ্যামেচার রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, গত ২৯ অক্টোবর কেন্দ্রীয় সরকারের এক গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দিষ্ট এএসওসি থেকেই অপারেট করতে হবে। অর্থাৎ, বাড়ির যে ঠিকানায় স্টেশনের লাইসেন্স রয়েছে, থাকতে হবে সেখানেই। স্থানান্তর করা যাবে না। ঘরবন্দি হয়ে থাকতে হবে। তাহলে কাজ করব কীভাবে?
দ্বিতীয়ত, বিভিন্ন জায়গায় ফ্রিকোয়েন্সি কেমন তা জানতে আমরা পাহাড়, উপকূলসহ বিভিন্ন এলাকায় পরীক্ষামূলক অভিযান করি। গোপন রেডিও সেট খুঁজতে ফক্স হান্টিংও করা হয়। স্টেশন স্থানান্তর করতে না-পারলে কাজটা করব কীভাবে? শুধু জরুরি প্রয়োজনে আমাদের যেতে হবে বলা হয়েছে। আমরা তো এমনিতেই যাই। কিন্তু, বাধ্যতামূলক করে আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা চলবে না। আমরা কেন্দ্রকে চিঠি দেব। কারণ, 
এই ঘটনায় গোটা দেশের হ্যাম অপারেটররা ক্ষুব্ধ।
26d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা