রাজ্য

রোগী মৃত্যুকে কেন্দ্র করে রায়গঞ্জ মেডিক্যালে উত্তেজনা! কর্তব্যরত নার্সিং স্টাফ ও স্বাস্থ্য কর্মীদের হেনস্তার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: চিকিৎসাধীন বৃদ্ধার মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ গতকাল, সোমবার রাতে ওই বৃদ্ধার মৃত্যুর পর তাঁর পরিবারের সঙ্গে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের বচসা বাধে। ওয়ার্ডের মধ্যেই শুরু হয়ে যায় ঝামেলা। সেখানে কর্তব্যরত নার্সিং স্টাফ ও স্বাস্থ্য কর্মীরা দুর্ব্যবহার ও হেনস্তার শিকার হন বলে অভিযোগ। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ সে বিষয়ে রাতেই লিখিত অভিযোগ জানায় পুলিসে। দুর্ব্যবহারের অভিযোগের ভিত্তিতে গতকাল মধ্যরাতেই রায়গঞ্জ থানার পুলিস একজনকে আটক করে।
মেডিক্যাল কলেজ সূত্রে খবর, গত রবিবার বাহিন গ্রাম পঞ্চায়েতের ভিটিহার কুমারজোলের বাসিন্দা নূর নেহার খাতুনকে(৬২) আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিক্যালের চারতলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, বৃদ্ধার ভর্তির সময়েই ‘হাই রিস্ক কনসেন্টে স্বাক্ষর’ করে পরিবারের সদস্যরা। হাসপাতাল সূত্রে খবর, বৃদ্ধার সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে গিয়েছিল। একসময় মাল্টি অর্গান ফেলিয়রও হয়। তারপর গতকাল, সোমবার রাতেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বৃদ্ধার। এরপরই ফিমেল ওয়ার্ডের মধ্যে অশান্তির সূত্রপাত। আচমকা ১০ থেকে ১৫ জন ওয়ার্ডে ঢুকে পড়ে। দুর্ব্যবহার ও হেনস্তার মুখে পড়েন ওয়ার্ডের কর্তব্যরত নার্সিং স্টাফরা। মৃতার পরিবারের দাবি, আমাদের রোগীর স্থিতিশীল অবস্থা ছিল। আচমকা কি করে মারা গেলেন সে ব্যাপারে আমরা জানতে গেলে সমস্যা তৈরি হয়। বচসা হয়। মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত সুপার বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গতকাল এক রোগীর মৃত্যু হয়। তারপরই আচমকা ১০ থেকে ১৫ জনের একটি দল ফিমেল ওয়ার্ডে ঢুকে পড়ে অশান্তি পাকায়। প্রথমে গালিগালাজ। পরে ওয়ার্ডের নার্সিং স্টাফদেরকে ধাক্কাধাক্কি করে। গেটে পুলিসি প্রহরা, নিরাপত্তা রক্ষীরা থাকলেও একদল মানুষ ৪ তলায়  কীভাবে  উঠে যায় তা নিয়েও প্রশ্ন উঠছে। এই ঘটনায় শুধু হাসপাতালের চিকিৎসক-নার্সরা নয়, আমিও আতঙ্কে ভুগছি। এক জুনিয়র চিকিৎসক বলেন, আর জি করের ঘটনার পর আমাদের প্রতিবাদ হয়েছিল। তারপর পুলিস প্রশাসন থেকে নানা আশ্বাস পাই। কিন্তু এখনও প্রচুর ফাঁক-ফোকর রয়েছে। যেগুলো দেখার প্রয়োজন রয়েছে। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানিয়েছেন, তদন্ত চলছে।
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা