বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

অভিষেকের ‘সেবাশ্রয়’, সাত দিনে ১ লক্ষ মানুষকে চিকিৎসা পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোথাও অশীতিপর বৃদ্ধ, আবার কোথাও শিশু। কোথাও মহিলাদের ব্যাপক মাত্রায় উপস্থিতি, কোথাও হুইল চেয়ারে সওয়ার সত্তরোর্ধ্ব। এসেছেন বছর বিয়াল্লিশের যুবকও। — ডায়মন্ডহারবারে ‘সেবাশ্রয়’-এর ৪১টি স্বাস্থ্য শিবিরের ছবিটা এমনই। যেখানে সাধারণ মানুষ এসে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। আর ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন। সবটাই বিনামূল্যে। আবার স্বাস্থ্য পরীক্ষার পর যাঁদের গুরুতর কিছু ধরা পড়ছে, তাঁদের পাঠানো হচ্ছে হাসপাতালে। উন্নত চিকিৎসা পরিষেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়র মানবিক উদ্যোগ। সাধারণ মানুষও তাতে যে ব্যাপক মাত্রায় উপকৃত হচ্ছেন, তা পরিসংখ্যানই বলে দিচ্ছে। কর্মসূচি শুরু হওয়ার সাত দিনের মধ্যে ১ লক্ষ মানুষকে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিয়ে নজির গড়েছে অভিষেকের ‘সেবাশ্রয়’। 
সকলের সুস্বাস্থ্যের অঙ্গীকার করে গত ২ জানুয়ারি থেকে ডায়মন্ডহারবার সংসদীয় এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন ‘সেবাশ্রয়’ কর্মসূচি। ৭৫ দিনের এই কর্মসূচি। ডায়মন্ডহারবারের প্রতিটি বিধানসভায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করা হবে। প্রথম পর্বে ডায়মন্ডহারবারের ৪১টি জায়গায় শুরু হয়েছে এই শিবির। উন্নতমানের চিকিৎসা পরিষেবা পেতে প্রতিদিনই সব বয়সের মানুষ ভিড় জমাচ্ছেন এই শিবিরে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মাত্র সাত দিনের মধ্যে একটি বিধানসভায় ১ লক্ষ ৭ হাজার ৫৭০ জনকে সেবাশ্রয়ের মাধ্যমে পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবক, ল্যাব টেকনিশিয়ান এবং প্রকল্পের সঙ্গে যুক্ত সকলের নিরলস প্রচেষ্টা ছাড়া এই কাজ সম্ভব হতো না। জনগণের সেবায় সকলের নিষ্ঠা ও অঙ্গীকারই এটা সম্ভব করেছে। এটি সর্বকালের রেকর্ড। 
দেখা গিয়েছে, শুধু ডায়মন্ডহারবারবাসী নন, সুদূর জলপাইগুড়ি থেকে এসে চিকিৎসা পরিষেবা পেয়েছেন শাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় সেবাশ্রয়ের খবর জানতে পেরে জলপাইগুড়ি থেকে ডায়মন্ডহারবারে আসি। আমার সন্তানের শ্রবণশক্তির সমস্যা রয়েছে। চিকিৎসকরা পর্যবেক্ষণ করেছেন। শ্রবণযন্ত্রের ব্যবস্থা করে দিচ্ছেন সাংসদ। উন্নত মানের চিকিৎসা পরিষেবার অন্তর্ভুক্ত হিসেবে এখানে ইউএসজি, ইসিজি, বোন ডেনসিটি টেস্ট, বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা, চোখের চিকিৎসা করা হচ্ছে। ক্যান্সার, হৃদযন্ত্রে সমস্যার মতো গুরুতর রোগের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে এই ‘সেবাশ্রয়’ কর্মসূচি থেকে। ডায়মন্ডহারবাসীর কথায়, সেবাশ্রয় নিয়ে এসেছে স্বাস্থ্যক্ষেত্রে নব জোয়ার।  নিজস্ব চিত্র
15h 15m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৮ টাকা৮৬.৭২ টাকা
পাউন্ড১০৫.৩২ টাকা১০৯.০৫ টাকা
ইউরো৮৭.১৯ টাকা৯০.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা