কলকাতা

আনন্দময়ী। বৃহস্পতিবার কালীঘাট মন্দিরে তোলা নিজস্ব চিত্র।

অফিস ছুটি, আজ কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে ৫২ মেট্রো কম

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ শুক্রবার, কালীপুজোর পরের দিন রাজ্য সরকারি অফিসগুলিতে ছুটি। বন্ধ স্কুল-কলেজও। তাই সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় মেট্রো রেলে নিত্যযাত্রীদের ভিড় তুলনায় কম থাকবে এদিন। এই পরিস্থিতিতে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে এদিন ট্রেনের সংখ্যা কমিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ। সারাদিনে সব মিলিয়ে ৫২টি মেট্রো কম চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। অন্যান্য কাজের দিনে যেখানে সারাদিনে এই রুটে আপ-ডাউন মিলিয়ে ২৮৮টি মেট্রো চলে, সেখানে আজ চলবে ২৩৬টি। তবে মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হবে না। দিনের প্রথম মেট্রো কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে ছাড়বে যথাক্রমে সকাল ৬টা ৫০ মিনিট ও সকাল ৭টায়। দুই প্রান্তিক স্টেশন থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে যথাক্রমে রাত সাড়ে ৯টা ও রাত ৯টা ২৮ মিনিটে। যদিও শহরের বাকি চারটি রুটে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে।
অন্যদিকে, কালীপুজোর দিনে মেট্রো রেলের কর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন এক প্রবীণ। কালীঘাট মন্দিরে পুজো দিতে এদিন সকাল থেকেই বাড়তি ভিড় ছিল স্টেশন ও প্ল্যাটফর্ম চত্বরে। সেই সূত্রে সিসি ক্যামেরার ফুটেজের উপর কড়া নজরদারি চালাচ্ছিলেন মেট্রোকর্মীরা। পাশাপাশি প্ল্যাটফর্মে মোতায়েন ছিলেন পর্যাপ্ত আরপিএফ জওয়ান। এদিন সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ ৭৫ বয়সি ওই বৃদ্ধ কালীঘাট মেট্রোর প্ল্যাটফর্মে এসে হাঁটতে হাঁটতে কবি সুভাষগামী অর্থাৎ ডাউন লাইনের সামনের দিকে চলে গিয়েছিলেন। উল্লেখ্য, দিন কয়েক আগে আত্মহত্যা রুখতে এই কালীঘাট স্টেশনে গার্ড রেল বসানো হয়েছে। এই পরীক্ষামূলক ব্যবস্থা শুধু ডাউন প্ল্যাটফর্মেই বসানো হয়েছে। মনে করা হচ্ছে, ওই বৃদ্ধ মেট্রো লাইনে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। সিসি ক্যামেরার ফুটেজে তাঁর চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় মেট্রো রেলের কর্মীরা তৎক্ষণাৎ প্ল্যাটফর্মে থাকা আরপিএফ জওয়ানদের সঙ্গে যোগাযোগ করেন। সঙ্গে সঙ্গে জওয়ানরা তাঁকে প্ল্যাটফর্মের ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সরিয়ে নিয়ে আসেন। মেট্রো কর্তারা প্রাথমিকভাবে ওই বৃদ্ধের সঙ্গে কথা বলেন। তখন তিনি নিজেই আত্মহত্যার ভাবনার কথা স্বীকার করে নেন। এরপরেই খবর যায় কালীঘাট থানায়। কিছুক্ষণের মধ্যে পুলিস এলে তাঁকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা