বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

সাউল-আনোয়ারদের চোটে কাঠগড়ায় মেডিক্যাল টিম

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৭ ম্যাচে পয়েন্ট ১৭। আইএসএলের লিগ টেবিলে এখনও একাদশ স্থানে ইস্ট বেঙ্গল। শুক্রবার কেরল ব্লাস্টার্সকে হারালেও অবস্থান বদলায়নি ক্লেটনদের। এমন পরিস্থিতিতে সুপার সিক্স বেশ কঠিন। তবে ক্ষীণ সম্ভাবনাও কাজে লাগাতে বদ্ধপরিকর অস্কার ব্রুজোঁ। আগামী ৩১ জানুয়ারি  মুম্বই সিটির মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড। অ্যাওয়ে ম্যাচে গুটিয়ে না থেকে তিন পয়েন্টই লক্ষ্য লাল-হলুদ কোচের। দু’দিন ছুটির পর সোমবার ফের অনুশীলনে নামবেন ক্লেটনরা।
ফুটবল এরিনায় ইস্ট বেঙ্গলের রেকর্ড বেশ উজ্জ্বল। স্টিফেন কনস্ট্যানটাইন কোচ থাকাকালীন নাওরেম মহেশের গোলে ম্যাচ জেতে মশাল বাহিনী। অন্যদিকে, কুয়াদ্রাত জমানায় ম্যাচ শেষ হয় গোলশূন্যভাবে। তবে এবার পরিস্থিতি বেশ কঠিন। চোট সমস্যায় বেজায় বিব্রত ব্রুজোঁ। তার উপর কার্ডের জন্য নেই জিকসন। নতুন করে পরিকল্পনা সাজাতে হবে থিঙ্কট্যাঙ্ককে। দলের ফিটনেস ম্যানেজমেন্ট নিয়েও একগাদা প্রশ্ন। পেশাদার ফুটবলে মেডিক্যাল টিমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ইস্ট বেঙ্গলে তাঁদের ভূমিকা প্রশ্নের উর্ধ্বে নয়। রাকিপ, লাকরা, সাউল ক্রেসপোরা দীর্ঘদিন মাঠের বাইরে। অথচ রিহ্যাব চলছেই। গয়ংগচ্ছ মনোভাব স্পষ্ট। তাই সংশ্লিষ্ট ফুটবলারদের ফিট হতে লিগ শেষ হওয়ার জোগাড়। গত বছর ৭ ডিসেম্বর চেন্নাইয়ানের বিরুদ্ধে চোট পান ক্রেসপো। তারপর ছুটি কাটিয়ে দলের অনুশীলনে যোগ দিলেও এখনও ম্যাচ ফিট নন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে সাউল না থাকায় দলের ভারসাম্য নষ্ট হয়েছে। বক্স টু বক্স ফুটবল খেলতে দক্ষ এই স্প্যানিশ মিডিও। এই স্কোয়াডে তাঁর বিকল্প পাওয়া মুশকিল। গত বছরও চোটের কারণে দীর্ঘদিন তাঁর সার্ভিস পায়নি দল। এক্ষেত্রে দায় এড়াতে পারে না মেডিক্যাল টিম। মোটা টাকা খরচ করে ফিটনেস ট্রেনার পোষার যৌক্তিকতা কোথায়? শাটল ককের মতো আনোয়ার, নন্দ, জিকসনকে কখনও মাঝমাঠ বা ডিফেন্সে নামাতে বাধ্য হচ্ছেন অস্কার। স্প্যানিশ স্টপার হেক্টর ইউস্তেও আনফিট। প্রতি ম্যাচে জোড়াতাপ্পি দিয়ে দল নামাতে হচ্ছে। গাদা বন্দুক দিয়ে লড়াই করা যায়। রোজ যুদ্ধ জেতা যায় কি? উত্তরটা নিশ্চয়ই পাঠকদের জানা।
13d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা