বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

প্রতিশোধ নয়, জয়ে ফেরাই মূল লক্ষ্য মোহন বাগানের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৫ সালে কান্তিরাভা হোক কিংবা ২০২৩’এ ফাতোরদা স্টেডিয়াম, ভারত সেরার লড়াইয়ে প্রতিবারই বেঙ্গালুরুকে টেক্কা দিয়েছে মোহন বাগান। ১১ বছর আগে বাগিচা শহরের বুকে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোল হার বাঁচিয়ে প্রথম আই লিগ জয়ের স্বাদ পেয়েছিল মোহন বাগান। আর দু’বছর আগে সেই বিএফসি’কে ফাইনালে টাই-ব্রেকারে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় সবুজ-মেরুন ব্রিগেড। ভারতীয় ফুটবলের অন্যতম সফল এই দু’দলের লড়াই আলাদা মাত্রা পেয়েছে। চলতি মরশুমে অবশ্য আইএসএলের প্রথম লেগে হোসে মোলিনা ব্রিগেডকে কার্যত একপেশে লড়াইয়ে হার মানিয়েছে বেঙ্গালুরু। ঘরের মাঠে ৩-০ গোলে জয় পায় তারা। তাই সোমবার ফিরতি লেগের ম্যাচটি অনেকেই ম্যাকলারেন-স্টুয়ার্টদের জন্য প্রতিশোধের লড়াই হিসেবে দেখছেন। মোহন বাগান কোচ হোসে মোলিনা অবশ্য সেই পথের পথিক নন। বরং টানা ড্রয়ের ধাক্কা সামলে ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ে ফেরাই লক্ষ্য স্প্যানিশ হেড স্যারের।
লিগ টেবিলে একটা সময় দ্বিতীয় স্থানে থাকা গোয়ার থেকে আট পয়েন্টে এগিয়ে ছিল মোহন বাগান। তবে পরপর পয়েন্ট নষ্ট করায় তা কমে দাঁড়িয়েছে চারে। আর এক খারাপ ফল মানে লিগ-শিল্ড জয়ের পথ আরও কঠিন হবে। তাই বেঙ্গালুরুর বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলে নিতে মরিয়া কোচ মোলিনা। গত ম্যাচে চেন্নাইয়ানের বিরুদ্ধে প্রথম একাদশে একাধিক পরিবর্তনের পথে হেঁটেছিলেন তিনি। ম্যাচ শেষে অবশ্য তা ব্যুমেরাং হয়ে দাঁড়ায়। তাই বিএফসি’র বিরুদ্ধে পূর্ণশক্তির দলই মাঠে নামাতে চলেছেন তিনি। চলতি আইএসএলে চারটি হলুদ কার্ড দেখায় সোমবার আশিস রাইকে ছাড়াই দল সাজাতে হবে বাগান কোচকে। রাইট উইং-ব্যাকে দীপেন্দু বিশ্বাসকে রেখে শনিবার প্রস্তুতি সারে মোহন বাগান।
কার্ড সমস্যার অ্যাওয়ে ম্যাচে দলের গুরুত্বপূর্ণ ফুটবলার আলেকজান্ডার জোভানোভিচকে ছাড়াই কলকাতায় খেলতে নামবে বেঙ্গালুরু। মোহন বাগান শক্তিশালী আপফ্রন্টের বিরুদ্ধে এই বিদেশি ডিফেন্ডারের অভাব ঢাকাই চ্যালেঞ্জ কোচ জারাগোজার। গত বছরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন সুনীল ছেত্রী। তবে ক্লাব ফুটবলে দুরন্ত ছন্দে ভারতের প্রাক্তন অধিনায়ক। ১৭ ম্যাচে ১১টি গোল রয়েছে তাঁর নামের পাশে। এছাড়া বেঙ্গালুরুর দলের মাঝমাঠের হৃৎপিণ্ড আলবার্তো নোগুয়েরা। সোমবার ঘরের মাঠে জিততে হলে স্প্যানিশ এই মিডিওকে শান্ত রাখাই বড় চ্যালেঞ্জ বাগান কোচ মোলিনার।
শনিবার অনুশীলনে দীপক টাংরি, আপুইয়াদের রেখে মাঝমাঠে দখলের উপর বাড়তি নজর দিলেন তিনি। একইসঙ্গে আপফ্রন্টে ম্যাকলারেন-কামিংস জুটির পাশাপাশি দিমিত্রি পেত্রাতোস-স্টুয়ার্টকে পরখ করে নেন স্প্যানিশ কোচ। গত কয়েক ম্যাচে একাধিক গোলের সুযোগ নষ্ট করে সমালোচনার মুখে পড়েছিলেন লিস্টন কোলাসো। তাই লেফট উইং পজিশনে সুস্থ হয়ে ওঠা আশিক কুরুনিয়ানকে বেঙ্গালুরুর বিরুদ্ধে দলে রাখতে পারেন মোলিনা। রবিবার অনুশীলনের পর অবশ্য চূড়ান্ত একাদশ বেছে নেবেন বাগান কোচ।
সোমবার ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০। 
সরাসরি স্পোর্টস ১৮ চ্যানেলে।
13d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা