বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

রনজিতে লজ্জার হারে কার্যত বিদায় বাংলার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর যায়, বছর আসে! রনজি ট্রফিতে বাংলার বেহাল দশার আর পরিবর্তন ঘটে না। শনিবার কল্যাণীতে হরিয়ানার কাছে ২৮৩ রানে লজ্জার হারে এক ম্যাচ বাকি থাকতেই প্রতিযোগিতা থেকে কার্যত বিদায় নিশ্চিত বঙ্গ-ব্রিগেডের। ঘরের মাঠে দ্বিতীয় ইনিংসে ৮৫ রানে অল আউট অনুষ্টুপ মজুমদাররা, যা বাংলার রনজি ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১৬ সালে রোহতকে বরোদার বিরুদ্ধে ৭৬ রানে গুটিয়ে গিয়েছিল বঙ্গ-ব্রিগেড।
হরিয়ানার কাছে হারের পর গ্রুপ ই’তে চতুর্থ স্থানে রয়েছে বাংলা (৬ ম্যাচে ১৪ পয়েন্ট)। এখন পরের ম্যাচে পাঞ্জাবকে হারানোর পাশাপাশি তীর্থের কাকের মতো বাকিদের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। অর্থাত্, কোনও অলৌকিক ঘটনাই লক্ষ্মীরতন শুক্লার দলকে পরের রাউন্ডে নিয়ে যেতে পারে। তবে সেই আশা না করাই ভালো। হরিয়ানার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে বঙ্গ ব্যাটারদের এমন অসহায় আত্মসমর্পণ সত্যিই লজ্জার। প্রথম ইনিংসে প্রতিপক্ষের ১৫৭ রানের জবাবে ১২৫ রানেই গুটিয়ে যান সুদীপ ঘরামিরা। কল্যাণীর উইকেটে ঘাস থাকলেও জুজু ছিল না। দ্বিতীয় ইনিংসে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরিয়ানার হিমাংশু রানা (৭২) ও নিশান্ত সান্ধু (৮০)। এই দু’জনের ব্যাটে ভর করে ৩৩৬ তোলে সফরকারী দল। জয়ের জন্য বাংলার সামনে লক্ষ্য ছিল ৩৬৯ রানের। জবাবে একশোর গণ্ডিও টপকাতে পারল না হোম টিম। অংশুল, অনুজদের বোলিংয়ের সামনে চোখে সরষে ফুল দেখলেন অভিষেক পোড়েল (০), সুদীপ ঘরামি (০), অনুষ্টুপ মজুমদার (৩), ঋত্বিক চ্যাটার্জিরা (৩)। বলার মতো রান কেবল ১৫ বছর বয়সি ঋত্বিক চ্যাটার্জি (২১) ও ঋদ্ধিমান সাহার (অপরাজিত ২৫)। আর লজ্জার হারের পর কোচ লক্ষ্মীরতন শুক্লার মন্তব্য, ‘মাঠ ভিজে থাকায় বিহার ম্যাচ ভেস্তে গিয়েছিল। ওই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেতে পারতাম। এছাড়া আম্পায়ারের কিছু সিদ্ধান্তও আমাদের বিপক্ষে গিয়েছে।’ শুধু বিহার ম্যাচের দোহাই দিয়ে ব্যর্থতা ঢাকার প্রয়াস যেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা!
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃষ্টিশীল কাজকর্মে উন্নতি হবে।  কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। বিশেষ কোনও কারণে মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৩৮ টাকা ১১১.১৫ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
16th     February,   2025
দিন পঞ্জিকা