বিনোদন

বিপদে পরিবার পাশে: সৌগত
টিভি ট্যুইস্ট

 

টেলিভিশনে নানা ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন অভিনেতা সৌগত বন্দ্যোপাধ্যায়। তবে এই মুহূর্তে আকাশ আট চ‍্যানেলের সাহিত্যের সেরা সময়ে ‘কড়ি দিয়ে কিনলাম’-এর চরিত্র তাঁর কেরিয়ারে বিশেষ জায়গায় থাকবে। ‘সনাতন’ চরিত্রে অভিনয় করছেন সৌগত। তাঁর কথায়, ‘বিমল মিত্রের এই উপন্যাসটি বহুপঠিত। চলচ্চিত্রে এই সনাতন ওরফে সোনা চরিত্রটি সেভাবে বিস্তারিত ছিল না। কিন্তু এখানে যেহেতু অনেকগুলো পর্বে উপন্যাসটি দেখানো হচ্ছে সেই কারণে এক্ষেত্রে সোনা চরিত্রটির গুরুত্ব এবং গভীরতাও বেশি’। 
প্রায় আঠারো বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলার পর আজও নিজেকে ‘নিউ কামার’ বলতেই ভালোবাসেন সৌগত। হাসতে হাসতে বললেন, ‘এতে কাজ পেতে এবং করতে মানসিকভাবে অনেক সুবিধা হয়।’ ইঞ্জিনিয়ারিংয়ে সুযোগ পেয়েও ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছিলেন শুধুমাত্র অভিনয়কে পেশা করার ইচ্ছায়। সৌগত বললেন, ‘ইঞ্জিনিয়ারিং পড়লে হয়তো ভালো মাইনের চাকরি পেতাম। পেশাগত অনিশ্চয়তার কথা মাথায় রেখেও অভিনয় করতে এসেছি। কারণ অভিনয়টাই করতে চেয়েছি। বহুবার বাতিল করা হয়েছে। অনেক কাজ করে টাকাও পায়নি। তারপরও এত বছর কাজ করতে পারছি হয়তো কাজটা একটু হলেও পারি বলে।’ 
সৌগতর বেড়ে ওঠাটা সাঙ্গীতিক পরিমণ্ডলে। অজয় চক্রবর্তীর কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম থেকে ধারাবাহিকের ব্যাকগ্রাউন্ড স্কোর করা সবটাই রয়েছে তাঁর ঝুলিতে। বললেন, ‘আজও সঙ্গীতই আমার নেশা। অবসর সময়ে গান গাওয়া, গজল বা শাস্ত্রীয় সঙ্গীত শোনাটাই আমার অভ্যাস। সুশান্ত দাসের অনুরোধে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের সুর এবং টাইটেল ট্র্যাক আমারই করা। কিন্তু পরবর্তীতে সময়ের অভাবে কাজটা চালিয়ে  যাওয়া সম্ভব হয়নি।’ 
২০০৮ সালে ‘চ্যাম্পিয়ন’ ধারাবাহিকে অভিনয় করে লাইমলাইটে আসেন সৌগত।  এরপর ছোটপর্দার ব্যোমকেশে অজিতের ভূমিকায় তাঁর অভিনয় প্রশংসিত হয়। ‘ভানুমতির খেল’, ‘কি করে বলব তোমায়’-এর মত ধারাবাহিকে খলনায়কের ভূমিকায়ও তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত। তবুও টেলিভিশনে তাঁকে কম দেখা যাচ্ছে। কারণটা জানতে চাইলে তাঁর সোজাসাপ্টা জবাব, ‘কোনও কোনও চ্যানেলে আমি টানা পাঁচ বছরও কাজ করেছি। তারপরও মনে করি যেটা ভাগ্যে লেখা থাকবে সেটাই হবে। কিন্তু সারা জীবন অভিনয়টাই করে যাব। এর বাইরে জীবনের প্রয়োজনগুলো মেটানোর তাগিদে অন্য কাজ করে নেব।’ এই তাগিদ থেকেই অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসাও সামলান অভিনেতা। তাঁর বিশ্বাস, ‘শুধুমাত্র রাগ সঙ্গীতের চর্চা করে হয়তো আজকের সাফল্য সম্ভব ছিল না। তার জন্য আরও কঠিন অধ্যাবসায় প্রয়োজন।’ জীবনের অভিজ্ঞতা থেকে সৌগত শিখেছেন, ‘বিপদের সময়ে পরিবার ছাড়া কেউ পাশে থাকে না। জীবনে অনেক বড় লড়াই লড়েছি। এখন আর কিছু নিয়ে ভাবি না। আমি মফস্সলের ছেলে। চাহিদা কম। ভালোবেসে অভিনয়টাই সারা জীবন চালিয়ে যাব।’
মানসী নাথ
14Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা