বিনোদন

‘অভিনেতা হতে গেলে শিক্ষিত হওয়া প্রয়োজন’

নিজেকে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবেই প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন রাজীব সিদ্ধার্থ। তাঁর কেরিয়ারগ্রাফ দেখে দর্শকের বড় অংশ মনে করেন চরিত্রাভিনেতা হিসেবে তিনি সফল। এই জার্নিতে কীভাবে নিজেকে তৈরি করেছেন? নানা প্রশ্নের সরাসরি উত্তর দিলেন রাজীব।
শিক্ষাই মূলকথা 
পড়াশোনায় বরাবরই ভালো ছাত্র ছিলেন রাজীব। এমবিএ পাশ করার পর অভিনয় করতে শুরু করেন। যে কোনও কাজে শিক্ষার বুনিয়াদ সঠিক হওয়া জরুরি বলে মনে করেন রাজীব। তাঁর কথায়, ‘অভিনেতা হতে গেলে শিক্ষিত হওয়া একান্ত প্রয়োজন। স্কুল, কলেজ জীবনের শিক্ষাই আমাদের ব্যবহারে প্রতিফলিত হয়। আজ অভিনেতা হিসেবে আমার মধ্যে যে নিয়মানুবর্তিতা, কঠোর পরিশ্রম করার মানসিকতা, অন্যকে সম্মান দেওয়ার বোধ তৈরি হয়েছে, তার নেপথ্যে রয়েছে আমার স্কুল-কলেজ এবং পারিবারিক শিক্ষা। শিক্ষাই আমাকে ভালো অভিনেতা হয়ে উঠতে সাহায্য করেছে।’
অভিনয়ই প্রেম
কর্পোরেট চাকরি ছেড়ে অভিনয়ের মতো এক অনিশ্চিত দুনিয়ায় পা রেখেছিলেন রাজীব। ভয় হয়নি? হেসে বলেন, ‘অভিনয়ই আমার প্রেম। অনেক কম বয়সেই সেটা বুঝেছিলাম। তাই কখনও স্ট্রাগল করছি বলে মনে হয়নি। ভয়ও লাগেনি।’
কাজের প্রতি নিষ্ঠা
বড় পর্দায় রাজীবের ছবির সংখ্যা নেহাতই কম। ওটিটির হাত ধরেই আজ তাঁর এই জনপ্রিয়তা। সেই সুযোগ পাওয়াতে কৃতজ্ঞ রাজীব। স্পষ্ট বললেন, ‘আজ বড় বড় পরিচালক, অভিনেতা, লেখক সকলেই ওটিটিতে কাজ করছেন। ওটিটিতে এখন অনেক বেশি সুযোগ। তবে যে কোনও মাধ্যমেই হোক, সুযোগ পেলে কাজে নিষ্ঠার কোনও অভাব হবে না।’
রহস্য থ্রিলার
কিছুদিন আগে জিও সিনেমায় রহস্য থ্রিলার ধর্মী শো ‘হানিমুন ফটোগ্রাফার’-এ রাজীবের অভিনয় নানা মহলে প্রশংসিত। এই ঘরানা ব্যক্তিগত স্তরে পছন্দ করেন বলে জানালেন অভিনেতা। তাঁর কথায়, ‘আমি এর আগে এই ধরনের চরিত্রে অভিনয় করিনি। ধূসর, অ্যান্টি-হিরো ধরনের চরিত্র আমার বেশি ভালো লাগে। এই সিরিজে আমার চরিত্রটা সেরকমই ছিল।’ একই দিনে মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘লাভ সিতারা’। অভিনেতা হিসেবে এটাই তাঁর পাওনা বলে মনে করেন রাজীব। তাঁর মতে, ‘দুটো প্রজেক্টে সম্পূর্ণ দু’ধরনের চরিত্রে অভিনয় করেছিলাম। ফলে অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করার সুযোগ আমার অনেক বেশি ছিল।’
দেবারতি ভট্টাচার্য -মুম্বই
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৎসঙ্গ ও আধ্যাত্মিক ধর্মীয় গ্রন্থ পাঠে মানসিক তৃপ্তি। কাজকর্মের ক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ থেকে উপকৃত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
22nd     December,   2024
দিন পঞ্জিকা