বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

এখন বিয়ে নয়

‘২০২৩ তে নয়ই। ২৪– এও বিয়ে নয়। কারণ ওটা জোড়া বছর। আমরা পূর্ববঙ্গীয়। পারিবারিক প্রতিবন্ধকতা আছে’, বলছিলেন শ্বেতা ভট্টাচার্য। ‘সোহাগ জল’-এর সেটে তখন শ্যুটিংয়ের অবসর। অভিনেতা রুবেল দাসের সঙ্গে সম্পর্কে শিলমোহর দিয়ে শ্বেতা বললেন, ‘চার হাত এক হতে হতে ২০২৫-ও গড়িয়ে যেতে পারে আমরা একে অপরের খুব কাছের। ভালো বন্ধু। পরস্পরের প্রতি শ্রদ্ধা আর সম্মানটা বজায় থাকলে সময়টা কোনও ফ্যাক্টরই না।’
প্রথম সম্পর্কের ব্যাপারে মুখে কুলুপ আঁটলেও দ্বিতীয় সম্পর্ক নিয়ে দ্বিধাহীন এই টেলিভিশন তারকা। সদ্য ‘প্রজাপতি’ ছবিতে মিঠুন চক্রবর্তী, দেবের মতো হেভিওয়েটদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে শ্বেতা ফিরেছেন তাঁর চেনা মাটি অর্থাৎ সিরিয়ালের সংসারে। ‘সোহাগ জল’-এর ‘জুঁই’ হয়ে ধরা দিচ্ছেন বাঙালির ড্রইংরমে। এর আগে নতুন সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে এড়িয়ে যাননি। আবার সরাসরি স্বীকারও করেননি। রুবেলের সঙ্গে সম্পর্ক নিয়ে আর লুকোচুরি করতে নারাজ তিনি। হেসে বললেন, ‘লিখতে পারেন। আমার অসুবিধা নেই। আমরা একই স্কুলে নাচ শিখতাম। ধারাবাহিক ‘যমুনা ঢাকি’ করার সময় সেই বন্ধুত্বটাই ফিরে আসে। ভবিষ্যতে রুবেলের সঙ্গেই পথ চলার ইচ্ছে। বাকিটা ভগবানের হাতে।’ সতর্ক শ্বেতার স্বীকারোক্তি, ‘আগে একটা সম্পর্কে ছিলাম। এখন একটা নতুন সম্পর্কে এসেছি। আমি কারও সম্পর্কে নিন্দা কখনও করিনি। করতে ভালোওবাসি না। নিশ্চয়ই কোনও কারণ ছিল বলে সেই সম্পর্কটাতে আমি আর নেই।’ 
সম্পর্কের কথা স্বীকার করলেও এই মুহূর্তে বিয়ের পরিকল্পনা নেই বলে জানালেন অভিনেত্রী। কারণ? শ্বেতার জবাব, ‘আমি আগে থেকে পরিকল্পনা করলে দেখেছি সেটা তেমন সাকসেসফুল হয় না। তাই এবার ঠিক করেছি ‘গো উইথ দ্য ফ্লো’, এই নীতিতে চলব।’প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রী একই কর্মজগতে থাকলে ব্যক্তিত্বের সংঘাত আসার সম্ভবনা থাকে। সে বিষয়ে কিছু ভেবেছেন? শ্বেতার কথায়, ‘ভয় যে নেই তা নয়। তবুও তো মানুষ আশায় বুক বাঁধে। মানসিকতার বাঁধনটা কোথাও একটা দৃঢ়তার জায়গা তৈরি করেছে বলেই ভবিষ্যতের কথা ভেবেছি আমি আর রুবেল। এখনও পর্যন্ত সেই রেষারেষি কিন্তু নেই একে অপরের প্রতি। আমার সাফল্যে ওকে উচ্ছ্বসিত হতে দেখেছি।’ 
প্রিয়ব্রত দত্ত

20th     January,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ