বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

বুলেট চড়ে মণ্ডপে

বিয়ের মণ্ডপে বর আসে ঘোড়ায় চড়ে। কনে শ্বশুরবাড়ি যায় পালকি করে। এ চিত্র আপনার চেনা। কিন্তু কনে মন্ডপে ঢুকছে বুলেট চড়ে। এ দৃশ্য দেখেছেন? বাংলা টেলিভিশনে এমন ভাবনা প্রথমবার বলে দাবি করছেন কালার্স বাংলা চ্যানেল কর্তৃপক্ষ। তাদের ‘ফেরারি মন’ ধারাবাহিকে বুলেট চড়ে বিয়ের মন্ডপে যাবেন নায়িকা ‘তুলসী’। বছর ২২-এর সুদীপ্তা রায় এই চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করছেন। ইংরেজি নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন হাওড়া মন্দিরতলা এই মেয়ে। এমন অভিনব শ্যুটিং শেষে ফ্লোর থেকে বললেন, ‘আমি বুলেট চালাতে জানি না। পুরো কৃতিত্ব আমাদের পরিচালকের। শট দেওয়ার জন্য শুধু বুলেটে ওঠা, নামা অভ্যেস করেছি। চালানো এখনও শিখতে পারিনি শ্যুটিংয়ের ব্যস্ততায়। আমার সব সময়ই পাওয়ারফুল চরিত্র করার ইচ্ছে ছিল। সে স্বপ্নপূরণ হচ্ছে।’ এর আগে ‘চোখের বালি’, ‘আদরিনী’, ‘ক্ষীরের পুতুল’ ধারাবাহিকে সুদীপ্তার অভিনয় দেখেছেন দর্শক। বাস্তবে বিয়ের সময় কীভাবে মণ্ডপে যাবেন? হেসে বললেন, ‘ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেতে পারি। কিছু একটা অন্যরকম করবই।’ 

20th     January,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ