বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

‘দীপক জ্যোতি’ অনুষ্ঠানে ঘুরে
দাঁড়ানোর অঙ্গীকার ইস্ট বেঙ্গলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘড়িতে তখন বিকেল পৌনে চারটে। আকাশবাণীর পাশ দিয়ে নেতাজি ইন্ডোরের দিকে গুটিগুটি পায়ে হেঁটে যাচ্ছেন অমর দে। পরণে লাল-হলুদ জার্সি। বয়স ৭০-৭২ হবে। কিছুটা আক্ষেপের সুরেই বিড়বিড় করছিলেন, ‘ওরা আইএসএল জিতল। আর আমাদের প্রাপ্তি শুধুই হতাশা। কবে যে সুদিন আসবে? দেখি, আজ পল্টুদার প্রয়াণ বার্ষিকীতে কী হয়?’ শুধু অমরবাবু নন, সিংহভাগ লাল-হলুদ সমর্থকেরই এখন মন খারাপ। বুধবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত দীপক (পল্টু) দাসের ২২তম প্রয়াণ বার্ষিকীর শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানেও এই ছবি চোখে পড়ল। তবে দীপক জ্যোতির মঞ্চে দাঁড়িয়ে অবশ্য ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার করলেন। তাঁর কথায়, ‘পল্টুদা বেঁচে থাকলে নিশ্চয়ই আমাদের ধমক দিতেন। বিনিয়োগকারী সংস্থাকে বোঝাতে হবে ইস্ট বেঙ্গল ক্লাবের ঐতিহ্যের কথা। একটা ভালো দল গড়তে হলে পর্যাপ্ত অর্থ খরচ করতে হয়। বৃহস্পতিবার লগ্নিকারী সংস্থার সঙ্গে বোর্ড মিটিংয়ে এই বিষয় নিয়ে আলোচনা করব। সমর্থকদের বলব, আমাদের পাশে থাকুন। আজ থেকে আমরা ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামছি।’ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। ইস্ট বেঙ্গল দ্রুত ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, মেয়র ছাড়াও প্রাক্তন ফুটবলাররা দল গঠনে অসন্তুষ্ট। অনেকেই দাবি তোলেন, মোহন বাগানের মতো অর্থ খরচ করতে হবে ইস্ট বেঙ্গলের লগ্নিকারী সংস্থাকে। 
বুধবার শ্রদ্ধার সঙ্গে পল্টু দাসের ২২তম প্রয়াণ বার্ষিকী পালিত হল। সকালে লাল-হলুদ তাঁবুতে প্রয়াত কর্মকর্তার প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রাক্তন খেলোয়াড়রা। বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে শ্যাম থাপা, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, আলভিটো ডি’কুনহার মতো প্রাক্তনীদের পাশাপাশি উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সৈকত মিত্র। তারপর দীপক জ্যোতি জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হল বিখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় ও চিকিত্সক সুকুমার মুখোপাধ্যায়কে। মঞ্চে দাঁড়িয়ে শঙ্কর বললেন, ‘এই সম্মান পেয়ে আমি আপ্লুত।’ দীপক জ্যোতি দিশারী সম্মান দেওয়া হল সত্যম রায়চোধুরীকে। এছাড়া সম্মানিত হলেন প্রয়াত বাবু গুহ ও খোকন বসু মল্লিক এবং সাধন কুমার ঘোষ।

23rd     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ